পাতা:ভক্তিগানামৃত.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f $్పరి ] মায়ার কারণে যোগী, শিব নহে মায়া ত্যাগী, মন মায়ার প্রতিযোগী, অবশ্ব হইতে পারে । , স্থির হও গিরি রাণী, শিবে কহুে মিষ্ট ৰাণী, চন্দ্র উমা দিবে অনি, এখনি তোমার পুরে । ( १ ) রাগিণী বিভীষ । তাল জলদৃতেতাল।। কাটিতে তোমার বাণী, রাণী মনে পাই ব্যথা । ন পাঠাবে শিব শিবা, যাওয়া মাত্র হবে বৃথা ॥ কতু নয়ন অন্তরে, ভব জায়া নাহি করে, সে কি পাঠাইবে দুরে, অামার কথাতে হেথা । গৌরী মাত্র এক জ্ঞান, গৌরী যোগে যোগধ্যান, গৌরী তার সম প্রাণ, পাঠাতে পারে কি কোথা । মম বাক্য রহিবে না, শিব শিবা পঠাবে না, অপমান সহিবে না, বরং ন যাইব তথ। । পাৰ্ব্ব ক্ৰী শঙ্কর শক্তি, এই ছলে করে ভক্তি, পাঠাতে হবে বিরক্তি, ধুৰ্জ্জটার জানি প্রথা । দুই দিকৃ হলো দায়, ৰল কি করি উপায়, চন্দ্র যদি বলে তায়, ঠেলিবে না ভক্ত কথা । ( w ) রাগিণী ইমন কল্যাণ । তাল জলদূতে তাল । প্রাণ উমা আনিলাম ঘরে, দেখ দেখ ওহে রাণি ; অবতীর্ণ পূর্ণ শশী, গৃহে ত্যজিয়ে অম্বরে । দিগম্বর ভয়ঙ্কর, তুষিতে তারে ফুকর, অতিকষ্ট্রে স্মরহর, দিল বিদায় উমারে । গৌরীরে বিদায় করি, চক্ষে ঝরে মোহবারি, জামাতার মুখ হেরি, দুঃখ হুইল অন্তরে | গৌরী শিব প্ৰাণধন, শিবানী শিব জীবন, ( St )