পাতা:ভক্তিগানামৃত.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমহাবিদ্যার গান ৷ கிைறிேக কালী । রাগিণী গোর সারঙ্গ । তাল ধিমাতেতাল । কে ও একাকিনী, কাহার রমণী, শশি শোভা জিনি, মসী বরণী। . . .. দশনে রসনা ধরা, বদনে রুধিরধারা, করলে বদনী ॥ এ নব বয়সী, ঘোরন্ধপা মুক্তকেশী, শোভে দীর্ঘবেণী ; গলে দোলে মুণ্ডহরি, কটিতটে অলঙ্কার নরকর কিঙ্কিণী । পয়োধর পীনোন্নত, রুধিরধারা সন্তত, বিকটৰূপিণী ; মৃতশিশু শ্রুতিমুলে, অৰ্দ্ধচন্দ্র সাজে ভালে, শ্মশানবাসিনী ॥ অসি মুণ্ড বামকরে, দক্ষিণে অভয়বরে, রণে রণরঙ্গিণী ; ভীমবেশ ভয়ঙ্করী, ভবহৃদি পদ ধরি, দক্ষিণ ৰূপিণী ॥ চতুর্দিকে শিব ঘেরি, বিবসনা শুভঙ্করী, শিবাগণ নিনাদিনী; মহাকালে বিপরীত, রতি বিলাস সহিত, অট্ট অট্টহাসিনী । চন্দ্রে দেহি এই জ্ঞান, অন্তে করি তব ধ্যান, কালী ত্রিনয়নী ॥ ( S) তারা | রাগিণী লুম খাম্বাজ। তাল ঠুঙ্গরী। ভীষণ লেtলরসন, মুণ্ডমালা বিভূষণ ; শঙ্করের*হদিস্থিতা, প্রত্যালীঢ় শ্ৰীচরণ । লম্বোদরী খৰ্ব্বাকার, নীলবর্ণ ভয়ঙ্করা, , পিঙ্গবর্ণ জটাধরা, শিরে শোভে ফণি ফণী ॥ চতুর্ভুজ এ রমণী, কে কর্তৃ কৃপাণপাণি,