পাতা:ভক্তিগানামৃত.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >3న ] বগলী | রাগিণী খাম্বাজ । তাল ধিমাতে তাল । এ কি ৰূপ অপৰূপ করি নিরীক্ষণ, অসাধ্য বর্ণন । ৰূপের মাধুরি হেরি, জুড়ালো নয়ন ॥ মণিমণ্ডপ উপরি, রত্নবেদী শোভা করি, সিংহাসন তদুপরি, অতি সুগঠন । সিংহাসনে বিরাজিত, উজ্জ্বল বরণ পীত, . পীতাম্বর পরিহিত, তাহে সুশোভন ॥ " ~ কিবা শোভে আভরণ, পুষ্প মাল্য বিভূষণ, সুগন্ধি অঙ্গে লেপন, কুসুম চন্দন । সব্যে শক্র জিহবাধরি, মুদগর অপরে করি, ক্রোধিতা হয়ে শঙ্করী, করেন তাড়ন ॥ বগলা করুণ করি, চন্দ্রে দিয়ে চরণ তরি, পার কর ভববারি, লইলাম শরণ ॥ (b. ) মাতঙ্গী । রাগিণী টেগড়ি। তাল একতাল। । অপৰূপ কামিনী, নীরদবরণী, শশধুর আভা জিনি। শশাঙ্ক শোভে শিখরে, সিংহাসন সিনোপরে, বিরাজিত। চতুস্করে, স্বর্ণ মুকুট ধারিণী ॥ খেট খড়গ বাম করে, পাশাঙ্কুশ দক্ষে ধরে, চন্দ্রে তার রুপ করে, হে মাতঙ্গী ত্রিনয়নী ॥ ( & ) কমলা । রাগিণী আড়ান। বtগেশ্বরী। তাল জলদতেতাল । এ কি ৰূপ হেরি নয়নে, বর্ণের লাবণ্য সুদুষ্কর বর্ণনে । প্রফুল্ল কমলাসন, তদুপরি কুত্ত্যাসন,