পাতা:ভক্তিগানামৃত.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২০ ] চপলাজিত বরণ, মৃদুহাস্য চন্দ্রাননে ॥ স্থললিত চতুর্ভ জ, সব্যে অভয় অম্বুজ, দক্ষিণে বর সরোজ, অতি স্থশোভন । মুক্তাছার মনোহর, শোভে পয়োধরোপর, কমলা করুণা কর, চন্দ্রে রাখ শ্ৰীচরণে ॥ ( >e ) ত্রিপুট । রাগীবারোয়। তাল ঠুঙ্গরী। এ কামিনী কার কামিনী, সুর তরুমুলে একাকিনী । রমণীয় পারিজাত, বন-বিহারিণী ॥ মণিমণ্ডপ উপরে, রত্ন সিংহাসন বরে, প্রফুল্ল পঙ্কজান্তরে, ষট কোণ বাসিনী । পদ্মপাশ শরাসন, পদ্ম অঙ্কুশ মাগণ, ষভূভুজে করি ধারণ, রত্ন মোলি ত্রিনয়নী ॥ রভু নুপুর চরণে কাঞ্চী কণ্ঠ-বিভূষণে, শোভে সুবর্ণ বরণে, বক্ষোজ নমনী । সখি মধ্যে বিরাজিত, চন্দ্রের হৃদয়-স্থিতা, ত্রিপুট করুণান্বিতী, ভব কালান্ত কারিণী ॥ ( >> ) ত্বরিতা । রাগিণী সিন্ধু ভৈরবী। তাল ঠুঙ্গরী। শুiমবর্ণে শোভা ধরে, কার বনিত । পউ-বস্ত্র পরিধানী, অষ্ট সর্প ৰিভূষিতা ॥ দ্বিকরে অভয় ৰূরে, ভাড়াঙ্গদে মনোকুরে, কটি কাঞ্চী গুণধরে, পদে মঞ্জীর রঞ্জিত । ময়ুর-পিচ্ছ শিখর, ত্রিনয়নে শোভা-কর,