পাতা:ভক্তিগানামৃত.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২২ ] জটাজুট শোভে শিরে, ইন্দু মৌলি ত্রিনয়নী । জিতচন্দ্র চন্দ্র নন, সৰ্ব্বাভরণ ভূষণ, শোভে পীনোন্নত স্তন, নব যৌবনী । ত্রিভঙ্গ ভঙ্গিমাকার, দন্তপঙক্তি মনোহরা, দক্ষে শূল আসি ধারিণী ॥ শক্তি চাপ চক্র বাণ, করে পরশু বিধান, বামে খেট শোভমান, পাশাঙ্কুশ পাণি । চরণে মহিষাসুর, ছিন্ন-শির দৈত্য কুর, নিরখি ক্রোধিতা ভবানী ॥ শূল বিদীর্ণ হৃদয়, নাগপাশ লব্ধ জয়, সপাশ তৎ কেশচয়, কর্ষণ কারিণী । সিংহস্থ দক্ষ চরণা, দেবগণ স্তুয়মান, দৈত্য দানব দলনী । দুৰ্গে দুৰ্গতি নাশিনী, চন্দ্র বিপদ হারিণী, মহিষাসুর মর্দিনী, সৰ্ব্বকাম প্রদায়িনী ॥ রাগিণী পরজ । তাল ধিমাতেতাল । প্রলয়ানল প্রবল ভীষণা, এ কার নারী । কালরাত্রি স্বৰূপিণী, মৃগরাজ স্কন্ধোপরি ॥ রক্ত নেত্র ত্রয়ান্বিতা, অগ্নিকণা বিনিগতা, শত্ৰুগণ দহে রতা, আদিত্যমণ্ডলে হেরি । যুগভুজা মহাঘোরা, শূল পাশান্বিত করা, দশনে অধর ধরা, শুলে শক্র ভেদ করি ॥ ভ্ৰকুট ভীষণানন, দুর্গে দুৰ্গতি কুরণ, পূরয় চন্দ্ৰ কামনা, নিবেদন শুভঙ্করী। (SG ) ( ১৬ )