পাতা:ভক্তিগানামৃত.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১২৯ } মঙ্গলচণ্ডী । রাগিণী ভৈরবী । তাল তিওট। কে ও রত্ন পদ্মাসনা, গৌর বরণ, হারলিঙ্কার ভূষণ । রক্ত কৌষেয় বসনা, ম্মেন্নমুখী শুভানন ॥ দ্বিভুজ ধারণা, শোভমান, বরাভয়স্বিত বামা, সুনবীন যৌবন । চাৰ্ব্বঙ্গী মনোহরা, মঙ্গলচণ্ডী পল্পাৎপরা, চন্দ্র দুঃখ হর হও মা তারা, এ ভব যন্ত্রণ সহৈ ন৷ তব অঙ্গন ॥ ( ৩৪ } রুদ্রভৈরৰী । রাগিণী টেগরি ভৈরবী ; তাল ধিমাতে তাল । এ বাল! করি বালা, অপৰূপ হেরি । তরুণ অরুণ জিনি, বর্ণ প্রভাকরী ॥ ভালে অৰ্দ্ধচন্দ্রণম্বিতা, নয়নত্রয় শোভিতা, নানা ভূষণ ভূষিতা, সিংহাসনোপরি । শোণিত বমনন্বিত, মুণ্ডহার বিভূষিত, দশপাণি সুশোভিত, কিবা মধুরি । শূল ডমরু খেটক, পাশ অঙ্কুশ পুস্তক, কৃপাণ ধনু সায়ক, অক্ষমালা ধর । । শক্ৰচ্ছেদ স্বয়ং করি, রুদ্রভৈরবী শঙ্করী, চন্দ্র প্রতি কৃপা করি, ভব শুভঙ্করী ॥ ( ze ) অন্নপূর্ণ । -রাগিণী বিঝুট । তাল ধিমাতেতাল।। অপৰূপ কার বামা, রক্তাম্বর পরিধান । "অৰ্দ্ধচন্দ্র শোভা শিরে, লোহিত বরণ ॥ ( s१ )