পাতা:ভক্তিগানামৃত.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩৭ ] দিব্য মাল্যানুলেপন, দিব্য ৰূপ বিভূষণ, সতত ভক্তে করুণ, দেবগণ छूब्बमाना । গঙ্গে ত্রিলোকপাবনী, ভবভয় নিবারিণী, চন্দ্রে উদ্ধার কারিণী, হও গো এই প্রার্থন ॥ (¢२ ) গঙ্গা । । রাগিণী আড়ানা । তাল জলদতেতালা । মা জগত জননী, গঙ্গে তারিণী । বিশ্বময়ী বিশ্বপুজ্যে, বিশ্ব পবিত্রকারিণী ॥ দ্রবময়ী তুমি ধন্য, হিমালয় গিরিকন্যা, সদ সদাশিব মান্যা, শিব গৃহিণী । তুমি মা সংসারকত্রী, আদ্যাৰূপ জগদ্ধাত্রী, ভক্তে সুখ মোক্ষদাত্রী, দেব বন্দিনী ॥ বেদান্ত পুরাণে উক্তি, দেবাদি দেবের শক্তি, দীন চন্দ্রে দিও মুক্তি, কৃপাশালিনী ॥ ( t > ) লক্ষনী । রাগিণী সিন্ধু ভৈরবী । তাল ধিমাক্রেতাল । কমলোপরি বিরাজিতা, কাহার বনিতা । সৰ্ব্বালঙ্কার ভূষিতা, ত্রিলোক মাত ॥ দক্ষপাশ্বে পাশ অক্ষ, পক্ষাকুশে ৰাম পক্ষ, গৌরবরণা দ্বিভুজাম্বিতা । স্বর্ণপদ্ম বা মকরে, অপর সহিত বরে, চন্দ্রে লক্ষী হুইও সদা কৃপান্বিতা ৷ ( & & ) আদ্যাকালী । রাগিণী লুম্ ঝিৰুটি । তাল ধিমাতেতাল।। এ কার অঙ্গনা, অসুদ বরণা, চন্দ্র শেখর ত্রিনয়ন । (>v)