পাতা:ভক্তিগানামৃত.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I & J

  • A

কেমনে ভুলিয়ে তারে, কর অন্য-উপাসন। ষে নিগুণ নিরাকার, আকার-কম্পনা তার, . করে না করে না আর, প্রকল্পিত নামৰ্পণ । তত্ত্ব উপদেশ শুন, হয়ে সমাধি নিপুণ, w ভাব মন । পুনঃ পুনঃ, নিৰ্ব্বিকার নিরঞ্জন ॥ (১০) রাগিণী সরফরদ। তাল জলদ্বতেতাল।। বিস্মৃত হয়ে না মন । সেই বিশ্বেশ্বরে । বিশ্বজন-সহ তৰ, পালন যে কুরে - - বিশ্বব্যাপ্ত বিশ্বtধার, বিশ্বাতীত বিশ্বীকার, B. সহিয়ে বিশ্বের ভার, বিশ্বের যে ক্লেশ হরে ॥ (১১ ) রাগিণী জয়জয়ন্তী। তাল চোতাল । ভজ সেই বিশ্বেশ্বরে, ত্যজ অনিত্য বাসনা । অন্য কে উপাস্য আছে, কর কার উপাসনা । যে হয় জগদাধার, অপার মহিম। যার, মহিমার সীমা তার, করো না ভ্ৰমে ভাবনা ৷ যাহার রচনা-কাৰ্য্য, মনেতে না হয় ধাৰ্য্য, তার শক্তি অনিবাৰ্য্য, মনে কে করে ধারণা । স্বজন পালন লয়, যার ইচ্ছামত্রে হয়, ভাবিলে সে জ্যোতিৰ্ম্ময়, রবে না ভব-ষাতন (১২) রাগিণী ভূপালী। তাল জলহুতেতাল।। মন । ভুলো না তারে । সকল সুখ-সম্পদ, যে দিল তোমারে । , অখণ্ড ব্রহ্মাগুময়, জড় জীবসমুদয়, so হয় রন্ন পায় লয়, অবলম্ব করি ষারে ॥ " (১৩)