পাতা:ভক্তিগানামৃত.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৩ ] শোভে জটাজাল, নয়ন বিশাল, শশাঙ্ক ভাল হে ; রৌপ্যগিরি দুতি, চন্দ্র সম জ্যোতি, শরীর বিশাল হে ॥ যোগী মৃত্যুঞ্জয়, ভব বিশ্বময়, ত্বং হি আশুতোষ হে ; ঈশ বিরুপক্ষ, ধারণ রুদ্রাক্ষ, সৰ্ব্বদা অরোষ হো । বিশ্ব বিধারণ, বিশ্ব বিনাশন, ত্বং হি ত্রিনয়ন হে ; কণ্ঠ সুনীলা, বম্ বম্ ভোলা, প্রসন্ন আনন হো । ত্বং হি বিশ্বেশ, হর হর ক্লেশ, ত্বং হি নির্বিশেষ হে ; মৃড় ভবানন্দ, ভব সদানন্দ, ঈশ অশেষ হো ॥ ভীম যোগ ধ্যান, ত্বং হি মহাজ্ঞান, বাস শ্মশান হে ; রক্ষ মে সম্পদ, বিনাশ বিপদ, রাখি চন্দ্র মান হে । ( ২ ) রাগিণী খাম্বাজ । তাল কওয়ালি । শঙ্কর শঙ্কর, ত্রিশূলধর হো । ভূত সঙ্গ জটাগঙ্গ, যোগিবর হে ॥ মন্মথ দহন, সদানন্দ মন, শশাঙ্ক শোভন, রাজশেখর হো । মৃত্যুজয়কারী শিঙ্গাকরধারি, শ্মশানবিহারী পরশুধর হে ॥ নীলকণ্ঠ জ্যোতি, শ্বেত্তবর্ণ ভু্যতি, মৃড় পশুপতি স্বয়স্তু ঈশ্বর হো । শোভে ত্রিনয়ন, ভব পঞ্চানন, ভভূত লেপন, ভুবনেশ্বর হো ॥ চৰ্ম্ম পরিধান, আশু কৃপাবন, দেব'ভগবাম্ব, অব্যয় অমর হো । রুদ্রাক্ষ মালিন, ময়পুর হরিণ, ডমরু ধারিণ, বরাভীতিকর হেt a