পাতা:ভক্তিগানামৃত.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- 8월 ] রাগিণী জয়জয়ন্তী । তাল একতাল । নীলকণ্ঠ শিতিকণ্ঠ, মহাদেব জটাধরং । কৃত্তিবাস শৈলবাস, ত্রিনয়ন বাঘণস্বরং ॥ সদানন্দ ভবানন্দ, পুরহর গঙ্গাধরং । ভূতনাথ বিশ্বনাথ, শ্বেতবর্ণ যোগিবরং ॥ শুলপাণি শোভে ফণি, ভস্ম অঙ্গ অক্ষকরং । ধোগধ্যান লোক জ্ঞান, সৰ্ব্বময় যোগেশ্বরং ॥ মৃত্যুঞ্জয় কামজয়, পঞ্চবক্তৃ মহেশ্বরং । * * ব্লষাসন সচেতন, হেমকেশ দিগম্বরং ॥ সতীপতি পশুপতি, দেবদেৰ পরাৎপরং । মহাকাল ক্ষেত্রপাল, সৰ্ব্বগুরু শুভঙ্করং ॥ শ্মশানেশ ব্যোমকেশ, ভগবান অনশ্বরং । তবাধীন চন্দ্র দীন, ত্বং হি প্ৰভু তমোহরং ॥ রাগিণী মল্লার । তাল একতাল।। গঙ্গাধর জটাধারী, দিগম্বর ত্রিপুরারি, ফণিভূষণ ভস্ম লেপন হো । শ্বেত অঙ্গ ভূত সঙ্গ. মৃত্যুঞ্জয় কপর্দিন, সদানন্দ ভবানন্দ, যোগধ্যান ত্রিনয়ন হে ॥ উমাপতি শৈলপতি, নীলকণ্ঠ ব্লষাসন, ব্যে। মকেশ খ্ৰীমহেশ, বিৰূপাক্ষ নিরঞ্জন হে! । চৰ্ম্ম আসীন শিঙ্গাধারিণ, ধুৰ্জ্জট প্রশস্ত মন, ডম্বরকর শিব শঙ্কর, আশুতোষ সচেতন হো । ভোলানাথ বিশ্বনাথ, বিশ্বৰীজ সনাতন, দেবপূজিত চন্দ্ররাধিত, চন্দ্রশেখর নারায়ণ হে ॥