পাতা:ভক্তিগানামৃত.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[. १. ] যদ্যপি মনে বিচার, কেহনা সঙ্গীতোমার, । ত্যজিতে হবে সংসার, চন্দ্ৰ ভজ পরাৎপর ( ১৬ ) রাগিণী মুলতানী । তাল জলদতেতাল। . এক ৰূপ সদা রব, এই कि বিচার মনে । প্রতিদিন প্রতি ৰূপ, আয়ুগত প্রতিক্ষণে । বিষয় হবে কিমতে, সদা মনোযোগী তাতে, এই বিষয় রজুতে, পড়েছ মন বন্ধনে । যে মতে না যায় ধন, বিশেষ উপায় জন, তুচ্ছ ধন লোভে আছ, ভুলে চিরন্তন ধনে । অতএব বলি শুন, বৃথা বিত্ত উপাৰ্জ্জন, ঘেfরবে যবে শমন, রবে কি ধন নিধনে ॥ (>q ) রাগিণী বেহাগ । তাল ঐ । পরমাত্মা পরব্রহ্ম, কেন তারে ভুল মনে । অদ্ভুত র্যার রচনা, সাক্ষ্য দেয় ক্ষণে ক্ষণে ॥ ক্ষণমাত্র চিন্তা কর, সৎস্বৰূপ নিরাকার, জগৎ ব্যাপ্ত সারোদ্ধার, কে আছে আর সেই বিনে । স্বকরে নিৰ্ম্মাও যায়, পরে দেও প্রাণ তায়, কিৰূপ প্রকৃতি কয়, যথার্থ কে জানে ॥ এ কি দেখি অবিচার, মুৰ্ত্তি ভিন্ন ভিন্নাকার, নামাপণ কর র্তার, প্রকম্পিত অভিমানে । অনিত্য দেখ সংসার, নিত্য প্ৰভু নিরণকার, নিৰ্ব্বিকার বিশ্বাধার, নির্লিপ্ত ত্রিগুণে ॥ । অতএব বলি শুন, ভাৰ তারে পুনঃপুন, । দর্শনদি অদর্শন, শুদ্ধ সত্ত্ব নিরঞ্জনে ॥ (>9. )