পাতা:ভক্তিগানামৃত.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I ১৬৯ } সখিক রঞ্জিত, দমুজ গঞ্জিত, পাষণ্ড ভঞ্জিত, উন্মদিনী ॥ শু মে সৌদামিনী, গজেন্দ্র গামিনী, মহেশ কামিনী, নারায়ণী । ভব প্রসবিনী, চন্দ্রস্ত পাবনী, কলুষ বারিণী, নিস্তারিণী । ( > ) রাগিণী আড়ান। বাহার। তাল জলদতেতাল । কিঙ্করে কুরু করুণা, হে মতেঃ শঙ্কর জায়। কাল অতি ভয়ঙ্কর, শুভঙ্কর করি দয়া ; কাল ভয়ে পর্দা ভীত, শ্রদ্ধা-বিহীনে তাপিত, সময় হয় অতীত, বশীভূত মোহ মায়া । ভব জলধি অপর, বিনা পুণ্যে নহে পার, পুণ্যের নাহি সঞ্চার, পাপ পুর্ণ মম কায়া । নাস্তি ভজন পুজন, নাস্তি তপ আরাধন, বিষম বিষয় ধন, তাহে বাসনা অক্ষয়৷ i মহা বলবতী আশা, মিলিত লোভ পিপাসা, সঞ্চয়ে পুর্ণ লালসা, বাসনা সুখ বিষয় ॥ মন চিত্র সুপবিত্র, মায়াবশে অপবিত্র, জননীর কি বিচিত্র, দিতে চন্দ্ৰে পদ-ছায়া ॥ (*) রাগিণী ঝিঝুট । তাল একতাল।। • শ্বামী অামার কেন গো, বিবসনে শবাসনে । দলিত অঞ্জন বর্ণে; রসনা ধরি দশনে ॥ " কেরে দামিনী দমন ৰূপ শুমা, অদ্বিতীয় প্রয়াস গরিমা, অসীম উপমা, নাহি যার সীমা, নরকর/বসনে । এণ্ড ক্রোধ কেন, হুতাশন যেন, দিতি-তনয় নিধনে ।