পাতা:ভক্তিগানামৃত.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৬ ] র্যার পদ-দ্রব-বারি, সুরধুনী নাম ধরি, ব্ৰহ্মাণ্ড পবিত্রকারী, শঙ্কর,শিরে। ভুষণ । যে পদ সংপ্রাপ্তে ৰলি, আপনারে ধন্য বলি, শিরে ধরে মহাবলী, করিয়ে মতন ॥ প{ষ্টয়ে যে পদ চিহ্ন, কালীয় হইল ধনা, গয়াসুর অতিমান্য, পদ ধারণ করেণ । শ্ৰীপদ পরশ করি, স্বর্ণময় কাষ্ঠতরি, . পাষাণী গোতম-নfরী, সুদেহ করে ধারণ ॥ ধ্যান করে যেই পদ, ইন্দ্রাদি পাইল পদ, সে পদ চন্দ্র সম্পদ, হইবে কখন ॥ ( & ) রাগিণী শোহিনী । তাল ধিমাতে তাল । কেন ভুল মনে কর, সেই শ্ৰীমধুস্থদনে । তরিবে এ ভবসিন্ধু, যাহার নাম স্মরণে ॥ দেহে রহে রিপুগণ, সৎ সঙ্গে না লওয়ায় মন, কুপথে কর গমন, কহিতেছে সৰ্ব্বক্ষণে । শুন বলি মন তোরে, কৃষ্ণনাম দিনান্তরে, যদি কেহ জপ করে, ভয় না থাকে শমনে ॥ হেন নাম না করিয়ে, কুসঙ্গেতে মন দিয়ে, থাক মন কি লাগিয়ে, চন্দ্রের কথা নাহি শুনে ॥ (s) রাগিণী মুলতানী । তাল জলদূতে তাল।। অন্ত নাহি পেলেম হরি, একান্ত ভাবিয়ে মনে । স{কার কি নিরাকার, অস্তি নাস্তি কেব। জানে ॥ . অসংখ্যক মুনিগণ, দৃষ্ট করে নারায়ণ, কিন্তু ভিন্ন ভিন্ন জ্ঞান, ব্যক্ত হয়েছে পুরাণে । কেছ বtৱলে সাকার, কেহ বলে নিরাকার,