পাতা:ভক্তিগানামৃত.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રલ ] রাগিণী কানেড়া। তাল কণ্ডয়ালি ঠেকা । আর কত দিন এ অধীন, দীনভাৰপিন্নে রবে । । কৃপাময়ের কৃপা বিনা, ফুঃখ নাশ কে করিবে ॥ তুমি নাথ সৰ্ব্বময়, জান প্ৰভু সমুদয়, বুঝিয়ে মন আশয়, তদ্রুপ কি কৃপা হবে। সৰ্ব্বভুতেতে থাকিয়ে, রহ এ দাসে ভুলিয়ে, আশা পূর্ণ কবে হবে, ছুঃখ সৰ দুরে যাবে। সকল অন্তর স্থিত, হৃদয় ভাব বিদিত, Q তবে কেন কৃপাম্বিত, ন হইবে সমভাবে । ( t૧ ) রাগিণী বাহার। তাল জৎ । কি দুঃখের বিষয় হলো, কেহ সত্য কয় না । সত্য কহিলে কেহ, তাহে তুষ্ট হয় না । সত্য বাক্যে করে দ্বেষ, সত্যতার নাহি লেশ, অসত্যে পুরিল দেশ, আর সত্য রয় না । সত্য প্রকাশিত হবে, প্রবঞ্চন ধংস রবে, সবে সত্য সত্য কবে, মিথ্যা প্রাণে সয় না ॥ ( съ ) রাগিণী বাহার । তাল জলদৃতেতাল । ষে কিছু ঐশ্বৰ্য্য নাথ, দিয়েছ নিজ কৃপায় । ধন্য আপনারে মানি প্রভু, সতত তাহায় ॥ যারে যত কৃপা তব, সে পায় তত ৰিভৰ, ব্যক্তি ভেদে যে সম্ভব, তারে দিয়া থাক প্রায় । এ অখিল জনগণ, সকলি তব স্বজন, সমভাবে সবে ধন, নাথ কেন নাহি পায় ॥ ব্যক্তি ভেদে অনুগ্রহ, ব্যক্তি বিশেষে নিগ্রহ, কারে কবে যে বিগ্রহ, বুঝে উঠা হয় দায় । { 8 )