পাতা:ভক্তিগানামৃত.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१ ] বৃহত মুল ভাণ্ডার, গৰ্ব্ব দ্রুম উপাৰ্জ্জন। এ বৃক্ষ যাহাতে যায়, চন্দ্র কর সে উপায়, জ্ঞানৰূপ অস্ত্রে তায়, সমুলে কর ছেদন ॥ রাগিণী হামীর। তাল জলদৃতেতাল । প্রণব বাচ্য গুরু, সৰ্ব্বশ্রেষ্ঠ ঈশ্বর । অদ্বিতীয় সৰ্ব্বপাতা, কারয়িতা পরাৎপর ॥ ব্রহ্ম সকল প্রধান, এৰূপ করিবে জ্ঞান, দেবতা না কর ধ্যান, তাহে কিবা ক্ষতিকর । ঐকান্তিক কর বেদ, বেদ কোরনা উচ্ছেদ, পুরাণ করিলে ছেদ, কে করিবে মতান্তর ॥ জ্ঞানির এই ত মৰ্ম্ম, বৈদিক করিৰে কৰ্ম্ম, পৌরাণিক নহে ধৰ্ম্ম, বাক্যে মাত্র আড়ম্বর । প্ৰণবেরে আরাধিলে, কৃষ্ণ কৃষ্ণ না বলিলে, কি ক্ষতি এমন স্থলে, বুঝিলে হৰে তৎপর ॥ গায়ত্রী পাঠ করিলে, সকল কামনা ফলে, পৌরাণিকী না জপিলে, তাহ কিবা হানিকর । পূজিতে ইচ্ছা করিলে, ব্রহ্ম পূঙ্গ ফুলে জলে, কি কাজ মূৰ্ত্তি পূজিলে, প্রতিমা নহে ঈশ্বর ॥ জাতীয় কর তিলক, ইহা নহে পৌত্তলিক, সম্প্রদ৷ চিহ্ন ধারিক, বিভিন্নতা পরাপর । বৈদিক করম যত, তাহে না হবে বিরত, পৌরাণিক তন্ত্র মত, তাহে হও স্বতন্তর ॥ পাষণ্ড বলি সে জনে, ঈশ্বর যে নাহি জানে, প্রতিমাকে ব্ৰহ্ম জানে, চন্দ্র জ্ঞানে সে পামর ॥ (७९)