পাতা:ভক্তিগানামৃত.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ \రి) ] ব্রহ্মের সকলে জ্যোতি, পাপ পুণ্য স্বষ্টিকারী ॥ র্তার স্বষ্টি ছাড় থাকে, কভু ন মানিব তাকে, যাহে গড়ে প্রতিমাকে, তাতেও ব্রহ্ম মাধুরি । ব্ৰহ্মময় না বলিলে, অপুজ্য মুৰ্ত্তি সকলে, ھا তিনি স্থিত সৰ্ব্বস্থলে, অকায় মুৰ্ত্তি প্রচারি। . ব্ৰহ্ম হলে বিশেষণ, সৰ্ব্ব ময়ত্ব খণ্ডন, চন্দ্ৰ বেদান্ত ধারণ, সকলে ব্রহ্ম লহরী। রাগিণী আড়ান। তাল-জলদৃতেতাল। . তোমার কিম্বা আমার, পাপ পুণ্য ভোগ করে। বায়ুতে বায়ু মিশায়, দেহমাণ্ডুৰ অসার । এ দেহ হইলে দ্বংস, নাহি কিছু থাকে অংশ, যদবধি রহে হংস, তদবধি সব বিচার । পরমাণুর নহে নাশ, তাহে জীবের কোথা বাস, তবে কিসে কি বিশ্বাস, দেহান্তে হবে বিচার ॥ পাপী কিম্বা পুণ্যবান, গতাকু সম বিধান, ব্রহ্ম ছাড়া কোথ! স্থান, লিপ্ত ত্যজ্য কেবা তার } পাপীর হইবে ক্লেশ, ইহা যে বিষম শ্লেষ, ব্রহ্মের কি আছে দ্বেষ, এ সমস্ত জানা ভার ॥ যিনি ব্যাপ্ত চরাচর, তার কেবা আত্ম-পর, স্নেহপ (ক্র ঘৃণাকর, ব্রহ্মের সম বিচার । পুণ্যাত্মা ব্রহ্মে বিলীন, পাপী পাপেতে মলিন, কেহ সুখী নহে দীন, একি ঈশ ব্যবহার ॥ পুণ্যেতে ব্রহ্মে বসতি, পাপে তার নহে স্থিতি, ব্যাপিতত্ব বিনশ্যতি, হয় কি না হয় তার । ভুতেষু র্যাহার আখ্যা, পাপে নাই কর ব্যাখ্য', ( ৬৬ )