পাতা:ভক্তিগানামৃত.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ (*१ } পর ওপর পরাৎপর, অাদি অদ্যা শিৰ শিবানী । বিশ্বময় বিশ্ব ময়ী, কৃপাময় কৃপাময়ী, গুণ-ত্রয় গুণ-ত্রয়ী, সৰ্ব্বেশ তথা সৰ্ব্বাণী ॥ ত্রিলোচন ত্রিলোচনা, বামদেব বামলোচনা, যুগ্মৰূপস্তুয়মান, চন্দ্র ভঙ্গ ঈশ ঈশানী । ( ७ ) রাগিণী লুম খাম্বাজ । তাল ঠেকা । ভবানী ভয়-হারিণী, ভৰ ভাৰিনী। ভবর্ণেবে কর্ণধার, ভয়ার্ত ভব বারিণী ॥ ত্ৰাহি মে জঙ্গমে, ত্ৰাহি মে দুৰ্গমে, জলে স্থলে ত্ৰাহি মে, মোক্ষদে মোক্ষদায়িনী ॥ (१) রাগিণী বেহাগ । তাল জলদতে তাল । শু মা কেন নাচ গো, উন্মত্তা হয়ে রণে । ত্যজিয়ে আবাস বাস, হেন বেশ কি কারণে ॥ এত কি তব বিপদ, ক্ত্যজিয়ে নিজ সম্পদ, শিব বক্ষে ধরি পদ, লজঞ্জা নাছি হয় মনে । ত্যজিলে কেন অস্বর, পদতলে বাঘ স্বর, সম্বর, রণ সম্বর, কে যুঝিবে তব সনে ॥ আসি কেন মুক্ত করি, মুণ্ড কেন করে ধরি, নর কর কেন পরি, রসনা ধরি দশনে । বল কি কৰ্ম্ম সাধিতে, এলে মা কারে বধিতে, ' তুমি সৰ্ব্ব আরাধিতে, দনুজ কি নাহি জানে ॥ এ মুর্ভি দেখি ত্ৰাসিত, হুঙ্কারে সবে মোহিত, চন্দ্র তব পদাঞ্জিত, গতি মতি ক্রীচরণে ॥ (b") இr গিণী কানেভা । তাল কওয়ালি। নবঘন-ৰূপী সুৰূপী, কার বামা । ( b )