পাতা:ভক্তিগানামৃত.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H (to 3 আশিবনাশিনী, শিব-গেহিনী অনুপমা । অতিভয়ঙ্কর বেশ, রণে করেছ প্রবেশ, আসবে হয়ে আবেশ, স্বত্র মুৰ্ত্তি মনোরমা । মৃত শিশু কর্ণমুলে, নরমুণ্ডমালা গলে, সদাশিব পদতলে, রুধিরাক্ত শোভে শু্যাম ॥ বিগলিত দীর্ঘ কেশ, নরকর-কৃতবাসা, পুর্ণ কর চন্দ্র আশা, অদ্ভুত ছবি প্রতিমা । রাগিণী কেদার। তাল ধিমাতেতাল । কেমন বেশ ধরেছ, [ ওগো শু্যামা ] | পতিত যে পতি তারে, চরণে রেখেছ ॥ আসবে হয়ে বিহবলা, কেন মা এত উতলা, শবৰূপে পড়ে ভোলা, তাহ কি দেখেছ | ডাকিনী যোগিনী সঙ্গে, নাচিতেছ নানা রঙ্গে, নাশিতে পার ভ্ৰভঙ্গে, তবু রণে সেজেছ। স্বষ্টি স্থিতি প্রলয়, যার ইচ্ছ। মাত্রে হয়, তাহার উচিত নয়, যেৰূপে এসেছ । শান্ত হও ধর ধৈর্য্য, হয়েছ মা কৃতকাৰ্য্য, তোমার কিবা আশ্চৰ্য্য, ভবভার হরেছ। পরিধান নরকর, এ কি তব শোভাকর, দেখিতেছি-ভয়ঙ্কর, যে বেশে রয়েছ । বিগলিত করি কেশ, ভয়ের নাছিক লেশ, বিকট করিয়ে বেশ, দনুজে বধেছ। চন্দ্র স্বৰ্য্য হুতাশন, প্রফুল্লিত ত্রিনয়ন, এৰূপ করি ঈক্ষণ, সবে ভয় দিতেছ। অলিমুণ্ড শক্রপক্ষে, বরাভয়ে ভক্তে রক্ষে, ( > )