পাতা:ভক্তিগানামৃত.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৬৩ ] র্যার করতলে ধরা, তার কি অসি ধারণা । যিনি হন জগদ্ধাত্রী, তিনি কি সংসারকত্রী, জনগণ মোক্ষদাত্রী, সে কেন মুণ্ডভুষণ । বিরাট র্যাহার মুৰ্ত্তি, ব্রহ্মাণ্ড র্যাহার কীৰ্ত্তি, হননে তার প্রবৃত্তি, কিৰূপেতে সম্ভাবন । বিরাজিত সৰ্ব্ব স্থানে, শবসনে বিবসনে, তারে বলে জনগণে, কালী করালবদন ॥ চন্দ্র মন হয়ে শান্ত, কেন হও রে অশান্ত, . নির্লিপস ভাব একান্ত, অকায় কায় কপেন ॥ (>w ) রাগিণী বিভাষ । তাল একতাল । গৌরী আমার শুiম হলো, কে জানিবে কি কারণে । বিকট বেশে আসব আবেশে, শঙ্করে রাখি চরণে ॥ ভয়ঙ্করী ঘোর রৰ, অসম্ভাবিত সম্ভবা, এ কি ভাব শবে শিবা, টলে ভব পদার্পণে । নাহি মা রাধিয়ে কেশ, নাহি করিয়ে সুরেশ, রণে করেছ প্রবেশ, কিবা শু{মার আছে মনে । এই কি তব উচিত, গাত্ৰেতে মাখ শোণিত, চন্দ্র কর নিবারিত, মাকে পাঠাও স্বভবনে ॥ ( సిసె ) রাগিণী বেহাগ। তাল জলদৃতেতাল।। বিপদে পড়েছি মা গো, এ ৰিপদ কর নাশ । ঐশ্বর্য্য পাইয়া ও মা, পেয়েছি যে মহাত্ৰাস ॥ দিয়েছ রাজ্য বিস্তার, সময়ে মহা ছুস্তার, কেমনে পাব নিস্তার, তুমি বই নাহি আশ । চুম্বুক সমান ধন, লৌহ সম পর মন, সদা করে আকর্ষণ, এমন ধন প্রয়াস ॥