পাতা:ভক্তিগানামৃত.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৪ ] পর কিম্বা পরিবার, লোভ দেখি সবাকার, ধনে না দেখি বিকার, সকলের অভিলাষ । ধনীর কেহ বন্ধু নাই, ধনীর কোথা আছে ভাই, ধনীর শক্ৰ সবাই, লোভে ধল করে নাশ ॥ তব নাম করি ধ্যান, বিপদে পেয়েছি ত্ৰাণ, রাখ দুর্গে ধন মান, চন্দ্র করিছে আদাস । রাগিণী ঝিকুট । তাল একতাল । শ্যামা মা কেন নাচেরে, ৰিবসনে মহারণে । নর কর কাঞ্চী পরি, আসি মুণ্ড করে ধরি, রসন ধরি দশনে ॥ মুণ্ডমালা শোভে গলে, দৈত্য নাশে রণস্থলে, সদা অট্টহাস বদনে । । ধরtধর প্রকম্পিত, শঙ্কর হৃদয়ে স্থিত, হুঙ্কার রব সঘনে ॥ রুধিরে অঙ্গ আবৃত, চিকুর আলুলায়িতা, বহ্নি নিঃস্থত নয়নে । বাম কাল সৌদামিনী, চন্দ্র দুঃখ নিবরিণী, দেহি স্থান শ্ৰীচরণে ॥ রাগিণী হামীর । তাল কওয়ালি ঠেক। কেন শিবে করেছ, অামায় বিষয়ে বন্ধন । কেমনে জপিব তৰ, নাম মায়ার কারণ ॥ দিয়াছ মা রাজ্য ভার, ধন জন পরিবার, এ সবে কিসে নিস্তার, গৃহী অসাধ্য সাধন । বিষয়ে হইয়ে লিপ্ত, ধন আশে থাকি তুপ্ত, ভজন সাধন লুপ্ত, আশা নহে নিবারণ ॥ ( ૨૦ ) ( ২১ )