পাতা:ভক্তিগানামৃত.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

او را ] মা ছাড়া কভু থাকে না, আমি থাকৃবো দেখে কাকে । পুত্ৰ লাগি তাজি সুখ, মাতা কত পণন দুঃখ, দেখিয়ে অপত্য মুখ, কিছু দুঃখ নাহি থাকে । ম। যদি শিশুকে মারে, শিশু কাদে মা মা করে, ঠেলে দিলে গলা ধরে, ছাড়ে না মা যত বকে । জগত জননী হও, পুত্র ভার তবে লও, মা গো আবদার সও, এই জন্য চন্দ্র ডাকে ॥ ( २.8 ) রাগিণী জয়জয়ন্তী। তাল ঝাঁপতাল। কার জন্যে এত ক্রোধে, শ্যাম! এ বেশ করেছ । উন্মত্ত হয়ে কেন, করেতে অসি ধরেছ । রণে কেন অ{গমন, কি লাগি বেশ এমন, দনুজ বধ কারণ, বুঝি নৃকর পরেছ । এ হেন পদ কোমল, তবু ধরা টলমল, গঙ্গাধর পদতল, দেখিয়ে না দেখিতেছ। নাকার কার্য্যে সাকারা, অসার সংসার সারা, চন্দ্রগতি মতি তারা, মাতৃ স্নেহ কি হরেছ । ( २¢ ) রাগিণী সিন্ধু। তাল পোস্ত । রণ রঙ্গিণী শু্যামা, কেন নাচে রণ রঙ্গে । ডাকিনী যোগিনী শ্রেণী, উন্মত্ত। সঙ্গে সঙ্গে ॥ কুঞ্চিত কুন্তল এলো, ভীমবেশ কেন এলে, দশ দিশ ৰূপে আলো, দনুজ ভ্ৰাসিত ভঙ্গে । ভূষণ কেন ত্যজেছ, নৃমুণ্ড হার পরেছ, বসন কোথা রেখেছ, নর কর বাস অঙ্গে । কমঠ সহিত ফণী, সদা কম্পিত মেদিনী, ভীষণ হুঙ্কার ধনি, ত্রালিত সবে আতঙ্গে ।