পাতা:ভক্তিগানামৃত.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ అనె ] তবে ত অমুল্য নিধি, প্রাপ্তির হবে ভাজন। শু্যামাপদে ভক্তি রাখি, তুপ্ত হও হৃদে দেখি, নামামৃত পানে সুখী, সফল কর জীবন ॥ সাধকগণ সেবিতা, দেবদেব অণরাধিতা, জননি চন্দ্র বন্দিতা, হৃদয়ে করি স্থাপন ॥ রাগিণী বিভাষ। তাল জলদৃতেতালা । শুiমা আমার মন, বড় হয়েছে উদাস । মন কষ্ট কর নষ্ট, ভ্ৰষ্ট ইচ্ছা কর নাশ । ঘোরতম তমোরাশি, বাসনা দুৰ্ম্মতিফশি, আমোদ প্রমোদে তুষী, মনোগতি অভিলাষ । আশয় ষেন বারণ, নাহি হয় নিবারণ, কিসে হবে উপার্জন, এই ত সতত আশ ॥ বদ্ধ বিষয় বন্ধনে, ভক্তি নাস্তি শ্ৰীচরণে, সাধ্য নাহিক মোচনে, করিয়া বহু প্রয়াস । দুৰ্ম্মদে মোহিত মন, নাহি ভাবে শুiম ধন, বিকৃতি প্রকৃতিগণ, বৃথা ধন অভিলাষ ॥ ধন জন পরিবার, কেহ নহে আপনার, বুঝেও বুঝে না সার, মোহে করেছে হতাশ । পঞ্চভৌতিক এ দেহ, এরা নহে তব কেহ, তাতে হয়েছে সন্দেহ, ষড় রিপুর সদা ত্ৰাস ॥ কুকৰ্ম্মেতে মনোগতি, দুস্থ হয়ে সদা মতি, না করি তব আরতি, মনে কুবৃত্তির বাস। এ ভব জলধি ঘোর, চরণ তরণি তোর, কালি কাল হলো ভোর, প্রবল কাল বাতাস ॥ ( \రి) )