পাতা:ভক্তিগানামৃত.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १> ] শিব বক্ষে পদ ধরি, সঙ্গে সমূহ যোগিনী। মাভৈ ভক্তে সম্ভাষে, বিপক্ষে ভয় দায়িনী ॥ পদভরে ধর কাপে, সহিত কমঠ ফণী । নাহিক উপমা অসীম মহিমা, চন্দ্রচূড় ঘরণী ॥ ( ৩৫ ) রাগিণী ইমনৃকল্যাণ । তাল ধিমাতেতাল । এ নব বয়সে এলো কেশে, এলো কে সে । চতুষ্কর ভয়ঙ্করা, অধীর ভীষণ বেশে । শু মাঙ্গে লিপ্ত শোণিত, নবীন ঘনে তড়িত, বজ্ৰসম হঙ্কারিত, আসব পান অণবেশে । মুণ্ডহার লম্ব মানা, নরকর পরিধান, ঘোরোত্মত্তা বিবসনা, ঘন ঘন অট্টহাসে । সমরে মহাপ্রখর, ছিন্নমুণ্ড অসি ধরা, ভক্তে বরাভয় করা, মাভৈঃ মাভৈঃ সদা ভাষে । ব্ৰহ্মাও করিতে নাশ, হলো কি মা তব অাশ, অবিনাশ হয় নাশ, চরণে পতিত ত্রাসে ॥ এই কি সম্ভবে শিবে, পদতলে রাখ শিবে, ত্ৰাহি ত্ৰাহি করে দেবে, রক্ষা কর আশুতোষে । সামান্য নহ রমণী, সাধক কষ্ট বারিণী, চন্দ্রসহ সীমস্তিনী, আনন্দ সলিলে ভাষে ॥ ( ৩৬ ) রাগিণী পরজ । তাল একতাল । অম্বিকা অম্বে অম্বালিকা, মোক্ষদায়িকা, প্রমথপলিকা । গিরিশ গেহিনী, জগৎ জননী, তারিণী গিরিবর বালিকা ৷ কলে কলুষ নাশিনী, কংকালী কাল বারিণী, গীৰ্ব্বtণী ত্বং সনাতনী, ত্বং হি পরমাত্মিক, কুপ্রবৃত্তি বিনাশিনী, স্থপ্রবৃত্তি বিধায়িনী,