পাতা:ভক্তিগানামৃত.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৭৩ ] শোণিত শোভিত অঙ্গে, যেমন ঘনে চপলা ॥ লম্বিত কুঞ্চিত কেশ, ত্যজিয়ে স্থবেশ বেশ, ভীষণ রণে প্রবেশ, অভয়া সদা চঞ্চল । অধরে শোণিত ধারা, লোল জিহবা ভয়ঙ্করা, কর কাঞ্চী বাস পর, হার ত্যজি মুণ্ডমালা ॥ শশি ভাল ত্রিনয়ন, বিকট ঘোর দশনা, ঘোর অম্বুদ বরণ, কালৰূপে সমুজ্জ্বল । ঘুর্ণিত রক্ত লোচনা, শব শব লেলিহনা, শবে শিবে শোভমান, উন্মত্তা যেন বিহবল ৷ সামান্য নহে এ নারী, চতুষ্কর ভয়ঙ্করী, দিতিতনয় সংহারি, ঘোরা বদন করালা । অশিব নাশিনী দুর্গে, ত্ৰাহি গো সাধকে দুর্গে, চন্দ্র পরিবার বগে, নিস্তার সর্বমঙ্গল। ॥ রাগিণী আড়ান । তাল জলদৃতেতাল । মা ! ভব ভয়হারিণী, ভবানী নিস্তারিণী । সঙ্কট বারিণী, সঙ্কটা দেবী রুদ্রাণী ॥ চণ্ডমুণ্ড ঘাতিনী, শিব হৃদিচারিণী, দক্ষষজ্ঞ নাশিনী, বিশ্ব বিধায়িনী । ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরা, সাকারা ত্বং নিরণকারী, ত্বং হি মাতঃ বিশ্বাধারা, ত্বং হি নারায়ণী ॥ ষোড়শী ভুবনেশ্বরী, ত্বং হি শাশ্বতী ঈশ্বরী, ত্বং হি মাতঃ ত্রিপুরারি, মনমোহিনী । ত্বং হি সৰ্ব্বমঙ্গল, কমল! ত্বং হি বিমলী, ত্বং হি মাতঃ গিরি বালা, ত্বং হি কাত্যায়নী ॥ পরম পরমাক্সিকা, ত্বং হি বহুল(স্বমেকা, ( >e )