পাতা:ভক্তিগানামৃত.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १७ ] রাগিণী মধুমৎ মারঙ্গ । তাল একতাল । শুiমবর্ণ এ কামিনী, উজ্জ্বলা-সম দামিনী । লোল জিহব ভয়ঙ্করী, কিন্তু ৰূপেতে মোহিনী ॥ ভীমবেশে সাউহাসে, সাধক দুঃখ বিনাশে, জান না কে এ অভিাষে, এ বলে। কার ভামিনী । রুধিরাক্ত কাল দেহ, দোসর নাহিক কেহ, রণে না করে সন্দেহ, শক্রমধ্যে একাকিনী ॥ অবলম্ব মাত্র অসি, ভীষণ মহাৰূপসী, নিৰ্ভয়ে রণে প্রবেশি, বিচারে রণ রঙ্গিণী । নাশিতে দনুজ কুল, ত্ৰাসিত নহে ব্যাকুল, স্বষ্টি করিতে নির্মুল, প্রতিজ্ঞা তব তারিণী । জেনেছি তব উদেশ, শক্র করিতে নিঃশেষ, ধরেছ এমন বেশ, চন্দ্রশেখর গেহিনী ॥ (St ) রাগিণী জয়জয়ন্তী । তাল একতাল । সুবেশ ত্যজিয়ে শ্বামী, বিকট বেশ কেন করিলে । পট্টম্বর ত্যজি কেন, মনুজ কর পরিলে ॥ অমুল্য হার রাখিয়ে, পরেছ মুণ্ড গথিয়ে, কবরী মুক্ত করিয়ে, এলোকেশে কেন এলে । শেখরে ছিলে দ্বিকর, রণে দেখি চতুষ্কর, সুত্র মুৰ্ত্তি ভয়ঙ্কর, অসি নৃমুণ্ড ধরিলে । মধুর তোমার রব, ভীম রব কি সম্ভব, পান করিয়ে আসব, শিব বক্ষে পদ দিলে । ত্যজিয়ে মণি কুণ্ডল, পরেছ শিশু যুগল, কুলদায়িনী ব্যাকুল, নিজ মাহাত্মা আজিলে । কুম্কুম আদি চন্দন, কেন করিলে বর্জন,