পাতা:ভক্তিগানামৃত.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ vo ] এলোকেশে শোভা করে, বিচ্ছিন্ন বেশে বিহরে, সাউহসিত সমরে, দনুজ ত্রাসে কামিনী । এ হেন নব বয়সে, রণে উল্লাসে প্রবেশে, দেখি আসব আবেশে, কালরাত্রি স্বৰূপিণী ॥ বিচলিত শ্ৰীচরণ, সদা সচকিত মনা, চঞ্চল আসি ধারণা, এ বেশে কেন ভবানী । ঐকরে বর ধারণা, ছিন্ন মুণ্ড শোভমান, লোল জিহবা ত্রিনয়না, সঙ্গিণী সঙ্গে যোগিনী ॥ শঙ্কর হৃদে শঙ্করী, শুভঙ্করী ভয়ঙ্করী, চন্দ্র প্রতি ক্ষেমঙ্করী, সুখদে দুঃখ হারিণী ॥ Ďr রাগিণী পরজ । তাল একতাল । কমলা করলো, কালিকা কাত্যায়নী । কাতরে করুণা কর, মহাকাল কামিনী ॥ শবে শিবে তারা শু্যামা, ষোড়শী ভৈরবী উমা, মাতঙ্গ কামাখ্যা ভীমা, কালরাত্রি স্বৰূপিণী । আনন্দময়ী বগলা, ভুবনেশ্বরী বিমলা, সতী শক্তি দক্ষবালা, আদ্যা মহাযোগিনী ॥ ব্ৰহ্মাণ্ড ভাণ্ড উদরা, শঙ্করী শঙ্কর দারা, স্বয়ম্ভব। পরাৎপরা, মহীষস্থর মর্দিনী । বাম! অথচ দক্ষিণা, এলোকেশী ত্রিনয়ন, ব্ৰহ্মময়ী ত্বং ত্রিগুণ, ভদ্রকালী কপালিনী ॥ কামদে ভক্তে মোক্ষদে, বিপদে রক্ষ সম্পদে, চন্দ্রে মুখদে শুভদে, অভয়া কুলকুগুলিনী । রাগিণী সিন্ধু কাপি। তাল পোস্তা। শুiম সামান্য নয়, খাম তত্ত্ব কেবা জানে। বিবসনে মহারণে, নারী হয়ে কি কারণে ॥ ( Gર ) ((t\రి )