পাতা:ভক্তিগানামৃত.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ w२ ] ধন মদে সব নষ্ট, না বুঝিয়ে হিতাহিত । সাধনা চরম গতি, ধন জন্য ছিন্ন মতি, লোভে নাহি অব্যাহতি, মন বুঝে না বিহিত ॥ লোভের গভীর খাদ, পতিতে হবে প্রমাদ, তথাপি সে পরমাদ, কডু না করে গণিত । সেবিতে শু্যামা চরণ, বাসন যে সৰ্ব্বক্ষণ, ধনে করে আকর্ষণ, সাধনা করে রহিত । ধন সংগ্রহে অভ্যাস, য়ুত পাই তত আশ, লোভে করে পুণ্য নাশ, হয়ে ধৈর্য বিচলিত । আর কেন দুঃখ পাই, হেলায় কেন হারাই, চন্দ্র শু মোর দোহাই, কর ম৷ যথা উচিত ॥ রাগিণী খাম্বাজ । তাল কওয়ালি । নীল নীরদ বরণে, কে শোভে রণে । বিবসনে ত্রিনয়নে, শবৰূপ শিবাসনে ॥ সদা ছিন্ন মুণ্ডমালে, হয়েছে শোভিত গলে, ব্যাঘ্ৰচৰ্ম্ম কটীতলে, প্রত্যালীঢ় চরণে । দ্বীপীচৰ্ম্ম শোভে শিরে, রুধিরাক্ত কলেবরে, চতুষ্করে শোভা করে, রসনা ধরি দশনে ॥ মহাবিদ্যা তারা মূৰ্ত্তি, অসার সংসার পুৰ্ত্তি, দেহি চন্দ্রে জ্ঞান স্ফূৰ্ত্তি, নিবেদন শ্রীচরণে ॥ রাগিণী বিভাষ । তাল জলদ্বতেতাল।। কি কারণে ওগো শুiমা, হইলে কঠিন । তোমা বিন ভক্তের কিসে, যাইবে দুর্দিন ॥ সতত মন চঞ্চল, সাধনার নাহি বল, তব চরণ সম্বল, কৃতান্ত ষাহে মেধীন । ( ৫৬ ) ( ૯૧ )