পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯৮
ভগ্নহৃদয়

তারে হেরে উল্লাসেতে নাচেগো অন্তর,
মিলিবারে অর্দ্ধপথে সে আসেনা ছুটে,
তার মুখে একটিও কথা নাহি ফুটে!
জানিগো ললিতা মোরে ভাল বাসে মনে,
যাতে আমি ভাল থাকি করে প্রাণপণে;
কিন্তু তাহে কিছুতেই তৃপ্ত নহে প্রাণ,
দুজনার মাঝে কেন এত ব্যবধান?
যেমন নিজের কাছে লাজ নাহি থাকে
তেমনিই মনে কেন করেনা আমাকে?
কিছুই গো হোল না!
সেই সব, সেই সব—সেই হাহাকার রব
সেই অশ্রুবারিধারা হৃদয় বেদনা!

ললিতার প্রবেশ।



ললিতা।—কেন গো বিষণ্ন হেরি নাথের বদন?
জেনে কি দোষ কিছু কোরেছি এমন?
একবার কাছে গিয়ে ধরি দুটি হাত
শুধাব কি—“হোয়েছে কি? অবোধ ললিতা সেকি
না বুঝে হৃদয়ে তব দিয়েছে আঘাত?”
সেদিন ত, শুধালেন নাথ যবে আসি—
“একবার বল্‌তরে—ভাল কি বাসিস মোরে?”
মুক্তকণ্ঠে বলেছিনু “নাথ, ভালবাসি!”
একেবারে সব লজ্জা দিনু বিসর্জন,
বুকে তাঁর মুখ রেখে কোরেছি রোদন—