পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১১০
ভগ্নহৃদয়।

ফিরিলিনে একবার?
সখিলো, দুরন্ত হৃদয়ের সাথে
পেরে উঠিনেত আর!
“নয়রে সুখের খেলা ভালবাসা!”
কত বুঝালেম তায়,—
হেরিয়া চিকণ সোণার শিকল
খেলাইতে যায় হৃদয় পাগল—
খেলাতে খেলাতে না জেনে না শুনে
জড়ায় নিজের পায়!
বাহিরিতে চায় বাহিরিতে নারে,
করে শেষে হায় হায়!
শিকল ছিঁড়িয়ে এসেছে ক’বার
আবার কেন রে যায়?
চরণে শিকল বাঁধিয়া কঁদিতে
না জানি কি সুখ পায়!
তিলেক রহেনা আমার কাছেতে
যতই কাঁদিয়া মরি,
এমন দুরন্ত হৃদয় লইয়া
স্বজনি, বল্ কি করি?




অনিল।—ওঠ্ হেথা হােতে—চল্ চল্ যাই, 
কি কারণে হেথা আছিস্ আর!
মুদিয়া আসিছে মনের নয়ন,