পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২০
ভগ্নহৃদয়।

সে বালা মরিয়া গেছে, কোথায় সে আর?
ছিন্ন বস্ত্র, ম্লান মুখ,লোয়ে দুঃখ ভার,
তাহার সে বুকের লুকানো কথা বোহে
মোরেছে সে বালা আজ সন্ধ্যায় উদরে!
তবে এ কাহারে হেরি নিশীথে শ্মশানে?
ও একটি উদাসিনী সন্যাসিনী যায়—
কারেও বাসেনা ভাল, কারেও না জানে
আপনার মনে শুধু ভ্রমিয়া বেড়ায়!
একটি ঘটনা ওর্ ঘটেনি জীবনে,
একটি পড়েনি রেখা ওর শূন্য মনে,
পথ ছাড়’ পান্থ, কিবা শুধাইছ আর?
জীবন কাহিনী কিছু নাই বলিবার!
মুরলা, সত্যই তবে হলি সন্যাসিনী?
সতাই ত্যজিলি তোর যত কিছু আশা?
তবেরে বিলম্ব কেন, বসিয়া আছিস্ হেন?
এখনো কি—এখনো কি সব ফুরায় নি?
এখনো কি মনে মনে চাস্ ভালবাসা?
বড় মনে সাধ ছিল রহিব হেথায়,
কষ্ট পাই দুঃখ পাই রব’ তাঁরি সাথ,
আজন্ম কালের তাঁর সহচরী হায়
আমরণ বেড়াইব ধরি তাঁরি হাত!
কিছুতে নারিনু অশ্রু করিতে দমন,
কিছুতে এল না হাসি বিষণ্ন বদনে,
সদাই এড়াতে হোত কবি নয়ন,