পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ঊনবিংশ সর্গ।
৫৪১

সখিলো, মার্জ্জনা তুই করিস্‌নে তারে,
চিরকাল ঘৃণা কর হৃদয় মাঝারে;
সখি, তুই কেন ভাল বাসিলি আমায়?
তাই ভেবে দিবানিশি মরি যাতনায়;
কেন সখি, দুজনের দেখা হোল আমাদের,
দারুণ মিলন হেন কেন হোল হায়?
জানি যে রে এ হৃদয়, দারুণ কলঙ্কময়!
কি বোলে দিব এ হৃদি চরণে তোমার!
চরণে ফেললো দলি হেন উপহার!
সতত সরমে বিঁধি লুকাতে চাহি এ হৃদি,
এ হৃদে বাসিলে ভাল মরে যাই লাজে,
হেন নীচ হৃদয়েরে ভাল বাসা সাজে!
ভাল আমি বাসি তোরে—চিরকাল বাসিবরে,
তবু চাহিনাকো আমি তোর ভালবাসা,
লোয়ে তোর নিজ মন সুখে থাক্ অনুক্ষণ,
হেন নীচ হৃদয়ের রাখিস্‌নে আশা!
বল্‌লো কিসের ব্যথা পেয়েছিস মনে?
থাক্‌, থাক্‌, কাজ নেই—থাক্‌ তা গোপনে—
হোয়েছেত যা হবার বোলে তা কি হবে আর!
হয় ত আমিই কিছু করিয়াছি দোষ!
কাজ কি সে কথা তুলে, সে সব যা’ না লো ভুলে,
একবার কাছে আয় এই খেনে বোস্‌।
আধেক অধর-ভরা দেখি সেই হাসি,
ঢাল্‌লো তৃষিত নেত্রে সুধা রাশি রাশি,

১৩