পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একবিংশ সর্গ।
১৫৯

আর তুই সাথে সাথে আসিস্‌ নে মোর,
হেথা বহি যাহা ইচ্ছা করিস্‌রে তোর?
আবার——আবার।
থাক্ ওই খেনে তুই এগোস্‌নে আর!
শত শত বার করে বলিতে কি হবে তোরে?
বাড়া হোথা, এক পদ আসিসনে আর!
আসি নে, বলি তোরে বলি বার বার!
শান্তিতে মরিব যে রে তাও তুই দিবিনে রে?
মরিতে যেতেছি, তবু রাহুর মতন
পদে পদে সাথে সাথে করিবি গমম?
দাড়া হোথা, সাথে সাথে আসিসনে আর,
এই তোর পরে শেষ আদেশ আমার।


(অনিলের প্রস্থান ও ললিতার মুচ্ছিত হইয়া পতন।)