পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ভূমিকা।

 এই কাব্যটিকে কেহ যেন নাটক মনে না করেন। নাটক ফুলের গাছ। তাহাতে ফুল ফুটে বটে, কিন্তু সেই সঙ্গে মূল, কাণ্ড, শাখা, পত্র, এমন কি কাঁটাটি পর্য্যন্ত থাকা চাই। বর্ত্তমান কাব্যটি ফুলের মালা, ইহাতে কেবল ফুলগুলি মাত্র সংগ্রহ করা হইয়াছে। বলা বাহুল্য, যে, দৃষ্টান্ত স্বরূপেই ফুলের উল্লেখ করা হইল।


কাব্যের পাত্রগণ।

কবি।
অনিল।
মুরলা।   অনিলের ভগ্নী ও কবির বাল্য-সহচরী।
ললিতা।   অনিলের প্রণয়িনী।
নলিনী।   এক চপল-স্বভাবা কুমারী।
   
চপলা।   মুরলার সখী।
লীলা
সুরুচি
মাধবী প্রভৃতি
নলিনীর সখীগণ।
সুরেশ
বিজয়
বিনোদ প্রভৃতি
নলিনীর বিবাহ বা প্রণয়াকাঙ্ক্ষী।