এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৬
ভগ্নহৃদয়।
অশোকের সাথে বসি আছে এক
প্রমোদ কাননে গিয়া!
জানি আমি তারে হেরিলে সখীর
সুখে নেচে উঠে হিয়া।
নলিনী।—হেথা আয় তােরা, দে দেখি সাজায়ে
শ্যামা পাখীটিরে মোর!
দুটি ফুল বসা দুইটি ডানায়;
বেলকুঁড়ি মালা কেমন মানায়
সুগোল গলায় ওর!
ওই দেখ্ সখি! দেখিনি কখনো
এমন দুরন্ত পাখী!
যত গুলি ফুল দিলেম পরায়ে
সব গুলি দেখ্ ফেলেছে ছড়ায়ে,
শত শত ভাগে ছিঁড়িয়া ছিঁড়িয়া
একটি রাখেনি বাকী!
ভাল, পাখী যদি না চায় সাজিতে
আমারে সাজালো তবে।
চারু।—তাের সাজ ফুরাইবে কবে?
লীলা।—সখি, আবার কিসের সাজ!
সুরুচি।—দেখ, এসেছে হইয়া সাঁঝ।
নলিনী।—দেখলাে সুরুচি, লীলা ভাল কোরে
বাঁধিতে পারেনি চুল;
এই দেখ্ হেথা পরায়ে দিয়াছে
অলকে শুকানো ফুল;