পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভগ্নহৃদয়।

স্রোতস্বিনী কুলু কুলু করিছে সদাই!
বিছায়ে শুকানো পাতা, বট-মূলে রাখি মাথা,
দিনরাত্রি পারি সখি শুনিতে ও ধ্বনি।
বুকের ভিতরে গিয়া কি যে উঠে উথলিয়া
বুঝায়ে বলিতে তাহা পারিনা স্বজনী!
যা সখি, একটু মোরে রেখে দে একেলা,
এ বন আঁধার ঘোর, ভাল লাগিবেনা তোর,
তুই কুঞ্জ-বনে সখি কর গিয়ে খেলা!
চপলা।—মনে আছে, অনিলের ফুল-শয্যা আজ? 
তুই হেথা বোসে র’বি, কত আছে কাজ!

কত ভোরে উঠে বনে গেছি ছুটে,
 মাধবীরে লোয়ে ডাকি,
ডালে ডালে যত ফুল ছিল ফুটে
 একটি রাখিনি বাকি!
শিশিরে ভিজিয়ে গিয়েছে আঁচল,
 কুসুম-রেণুতে মাখা,
কাঁটা বিঁধে সখি হোয়েছিনু সারা
 নোয়াতে গোলাপ-শাখা!
তুলেছি করবী, গোলাপ গরবী,
 তুলেছি টগর গুলি,
যুঁই কুঁড়ি যত বিকেলে ফুটিবে
 তখন আনিব তুলি।
আয়, সখি, আয়, ঘরে ফিরে আয়,
 অনিলে দেখ্‌সে আজ;