পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮০
ভগ্নহৃদয়।

চপলা কি শুধু হাসিতেই জানে;
কাঁদিতে কি জানে না সে?
মুরলা আমার, তোরে আমি এত
ভাল বাসি প্রাণ ভোরে,
তবু একদিন তোর তরে, সখি,
কাঁদিতে দিবিনে মোরে?
মুরলা।—চপলাটি মাের, হাসি-রাশি মোর, 
আমার প্রাণের সখি!
নিজের হৃদয় নিজেই বুঝিনা
অপরে তা’ বুঝাব’ কি?
যাহাদের সুখে আমি সুখে র’ই
সকলেই সুখী তারা;
তবে কেন আমি একেলা বসিয়া
ফেলি এ নয়ন ধারা?
সকলেই যদি সুখে থাকে সখি,
আমি থাকিব না কেন?
প্রমোদ তেয়াগি বিজনে আসিয়া
কেনবা কাঁদিব হেন।
নিজের মনেরে বুঝানু কতই
কিছুই না পেনু সাড়া;
মুরলার কথা শুধাস্‌নে আর,
মুরলা জগত-ছাড়া!
চপলা।—এত দিনে দেখি কবির অধরে 
হরষ কিরণ জ্বলে,—