পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
ভানুসিংহের পদাবলী।

ঘোর তমস তৰু তাল তমালে
 নিবিড় তিমিরঘন কুঞ্জ।
বোল ত সজনী এ দুৰুযোগে
 কুঞ্জে নিরদয় কান
দাৰুণ বাঁশী কাহ বজায়ত
 রাধা রাধা নাম।
সজনি—
মোতিম হারে বেশ বনা দে,
 সীঁথি লগা দে ভালে।
উরহি বিলোলিত শিথিল চিকুর মম
 বাঁধহ মালত মালে।
নয়নে অঞ্জন রঞ্জহ সত্ত্বর
 অলত লগা দে পায়।
একল যাওব ষঁহি রে বাঁশী
 রাধা রাধা গায়।
হিয়া মাঝ সখি প্রেম দীপতছ
 অঁধামে ক্যা হয় ডরলো।