পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৪৭

শ্যাম সবৈসল, মৃদু মৃদু হাসল,
কত অশোয়াস বচন মিঠ ভাষল,
 ধরইল বালিক হাত!
সখিলো, সখিলো, বোল’ত সখিলো
 যত দুখ পাওল রাধা,
নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে
 পাওল সখি তছু আধা?
হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি
 বহুত স প্রবোধ দেল,
হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি
 দূর—দূর চলি গেল!
সখিলো, সখিলো, শ্যাম স হাসল,
 শ্যাম স কাঁদল না,
দাৰুণ মন-দুখ পাওল রাধা
 তবহুঁ স কাঁদল না!
বসন্ত রাতে হাসয়ি যব্ সখি
 রাধা বনমে আসে,