পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৫১

শত শত রাজা রোষ-কটাখে
 মনমে মানে তরাস,
দুখিনী গোপিনী, হম অবলা সখি,
 সোকি হমারই শ্যাম?
বোল ত সজনি, মথুরা-অধিপতি
 সোকি হমারই শ্যাম?
ধনকো শ্যাম সো, মথুরা পুরকো,
 রাজ্য মানকো হোয়,
নহ পীরিতিকো, ব্রজ কামিনীকো,
 নিচয় কহনু ময় তোয়।
ন যাও সজনী মথুরা নগরে
 ভেটইতে সো শ্যাম,
সমরাইও না[১] সখি, শামক মনমে
 দুখিনী হমার নাম।

  1. সমরাইও না—স্মরণ করাইওনা।