পাতা:ভানুসিংহ ঠাকুরের পদাবলী.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহের পদাবলী।
৫৩

দুখজ্বালা তব, বারইতে[১] সব
 সঁপবে তন মন প্রাণ।
উরস পাতবে, অবশ মাথ তব
 রাখব তছু পরি মাধা,
তোষইতে মন সব কছু করবে
 যত কছু জানয় রাধা!
ভানু কহত—অয়ি বিরহ কাতরা
 মনমে বাঁধহ থেহ।[২]
মুগুধা বালা, বুঝই বুঝলিনা,
 হমার শ্যামক লেহ।[৩]

  1. বারইতে—নিবারণ করিতে।
  2. বাঁধহ থেহ—স্থৈর্য্য বাঁধো।
  3. লেহ—ভালবাসা।