পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 ভারতী । গঠিত একটি বৃহৎ খিলান আছে,—তাহ সুৰ্য্যনক্ষত্রখচিত । খিলানের চারিদিকে বহু ভঙ্গিমাৰিশিষ্ট বহু খোদিত মুৰ্ত্তি । মন্দিরের নিকটেও দেবালয়ের অভাৰ নাই । তাহারা গণনীয় অষ্টবিংশ সংখ্যক ।" আগেই বলা হইয়াছে, লাঙ্গুল্য রাজা নরসিংহ দেব এই মন্দিরে স্থাপয়িতা । তাহার অমাত্য শিবাই সউতুরার তত্ত্বাবধানে ইহা নিৰ্ম্মিত হয় । উড়িষ্যায়, বহুশতাব্দীর পরিশ্রম ও অর্থব্যয়ে যে অযুতমন্দিরমালা, একের পর একে মাথা তুলিয়া দাড়াইয়াছিল, কণারক তাহার মধ্যে সৰ্ব্ববিষয়েরই শ্রেষ্ঠস্থান অধিকার করিয়াছে । উৎকল শিল্পের পরম বিকাশ কণারকে । ভুবনেশ্বর মন্দিরগাত্রে যে চিত্রবহুলশিল্প, স্বক্ষতায় সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, এবং জগন্নাথ দেবায়তনের বিশালতায় যে শিল্প সকলকে বিস্ময়মুক করিয়া তুলিয়াছিল, কণারকে সেই শিল্পই মেঘস্পর্শী মন্দির শিখর হইতে তাহার ভিত্তিমূল পর্যন্ত অবিচ্ছেদে সুর-কারুর কাৰ্য্যে আপনাকে নিয়োজিত করিয়l, শৈল-পটে আপনার অন্তিমবিকাশ লিথিয়া রাখিয়া গিয়াছে । ভুবনেশ্বরে যাহার গঠন, কণারকে তাহার পতন । উৎকলের অন্তান্ত মন্দির, দ্বিভাগে বিভক্ত, কিন্তু ইহার তিনটি ভাগ। প্রথম দু’ভাগে ছুটী করিয়া কর্ণিক এবং তৃতীয় ভাগে পাচট । কেশরীরাজবংশসুলভ নবগ্রহ, এখানে ও দেখা যায়। উড়িষ্যার প্রায় সকল দেবায়তনেই সপ্তফণফণী থাকে, এখানে ও তাহার স্বভাব নাই। ইহার গৃহতল চওড়ায় চল্লিশ ফিট । দেওয়াল সরলভাবে উপরে উঠিয়াছে । জ্যৈষ্ঠ ১৩১৭ তাছারে মাপ চল্লিশ ফুট। তাহার পর, আরো বিশ ফুট স্থান লইয়া, যে অংশ,— তাহার ভিতরে ভিতরে ব্রকেট আছে । তাহার পর ছাদ । অর্থাৎ, ভূমিতল হইভে জগমোহনের ছাদের উচ্চতা ৬০ ফিট । নিম্নাংশটি ৪০ ফিট উচ্চে স্থাপিত । পাঠক - গণের যেন মনে থাকে আমরা মন্দিরের যে কথা বলিলাম ও বলিব,—তাহ সমগ্র অর্কমন্দিরের নয়,—মাত্র তাহার ধ্বংসাতিরিক্ত জগমোহনের,--যাহ অস্থাপি বিদ্যমান । জগমোহনটা চতুষ্কোণ–চতুর্দিকেই ৬৬ ফিট দীর্ঘ * চারিদিকেই একটা করিয়া দরজা। ভিতরের চাইতে বাহির দিকটা ভাল আছে বটে, কিন্তু দরজাগুলির চারিপাশ অপেক্ষাকৃত জীর্ণ হইয়া পড়িয়াছে। প্রধান ও বৃহৎ ভোগমণ্ডপটি কিছুদিন আগেও ছিল,— fকন্তু সম্প্রতি তাহ মাটীর ভিতরে বসিয়া গিয়াছে। পূৰ্ব্বদ্বারের কারিকরিও উল্লেখযোগ সুন্দর । দরজার বাঙ্গির দিক, সপ, বানর ও মনুষ্যমূৰ্ত্তি এবং আনত শাখাপল্লব প্রভৃতির খোদনচিত্রে পূর্ণ। ছাদটী পিরামিডের মত । তাহার উপরটা, ৭২ ফিট পরিমিত স্থান ঢালু ভাবে নামিয়া আসিয়াছে । চাদনির বাহিরে, — উত্তরদিকে একযোড় স্ববৃহৎ অশ্ব ধ হস্তিমূৰ্ত্তি অেেছ । আর একদিকে একটি সিংহ ও হস্তিমূৰ্ত্তি । কণারকে, হিন্দুস্থাপত্যের আর একট পরিবর্তন দেখা যায়। অনেককে ই অসুযোগ করিতে শুনি, হিন্দুরা আনাটমী দক্ষ ছিলেন ন। বলিয়া, তাহার অপ্রাকৃতিকতা হইতে মুক্ত হইয়া, স্বভাবকে অসুসরণ করিতে পারিতে"

  • Antiquitics of Orissa.