পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SV ভারতী । মুদ্রিত কয়টি বুদ্ধসদৃশ প্রশান্ত হাস্তবদন, হস্তে কাহারও জপমালা, কাহারও বা অৰ্দ্ধচন্দ্র, কাহারও বা পুর্ণ ঘট । এখন এই নবগ্ৰহমুক্তি মন্দির হইতে প্রায় চারিশত হস্ত দুরে ইংরাজের লৌহরথোপরি শায়িত—কলিকাতায় আনিতে আনিতে আনা হয় নাই, পথিকেরা তাহার গায়ে সিন্দুর লেপন পূৰ্ব্বক ভক্তিভরে প্রণাম করিয়া যায় ; কিন্তু এই নুতন লব্ধ - ہہ بمـ۔ জ্যৈষ্ঠ, ১৩১৭ ভক্তি এবং প্রীতি লাভ করিয়াও আর কিছুকাল পড়িয়া থাকিলে এই অক্ষুণ্ণ প্রাচীন কীৰ্ত্তি শ্রীভ্রষ্ট হইয়া পড়িবে।” বলেন্দ্রনাথের গ্রন্থাবলী । ৫৬৫ পৃষ্ঠা। কণরকের মন্দির, সমগ্র ভারতের মধ্যে উচ্চতায় শ্রেষ্ঠ । ইহার কারুকার্য্য দেখিয়া মিষ্টার ষ্টালিং বলেন, “The workmanship remains too a વ્યનિષ્ણુ কণারকের ভগ্নমন্দির perfect as it has just come from the chisel of the sculptor owing to the extreme hardness and durability of the stone.” অর্থাৎ—“কণীরকের কারুকার্য্য দেখিলে মনে হয়, যেন ইহা এইমাত্র শিল্পীর বাটালি মুখে ফুটিয়া উঠিয়াছে !” মন্দিরের স্বৰ্য্যমূৰ্ত্তিটিও এখন স্থানান্তরিত হইয়াছে। তাহ সপ্তম খৃঃ অব্দের আরম্ভ ভাগে এখান হইতে তুলিয়া, পুরীতে লইয়া शृt ७ब्र] झंझ }* আর একজন ইউরোপীয় কণারক দেথিয় वणिभ्रांcछ्न :

  • List of Ancient Monuments of Bengal.