পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । “So much so, indeed, that perhaps I do not exaggerate when I say that it is, for its size, the most richly ornamented building—externally at least—in the whole world.” “অত্যুক্তি হইবে না, যদি আমি বলি যে আকারানুসারে, এই কারুকার্য্যখচিত মন্দির,—অস্তুতঃ বাহিরের অংশ হিসাবে, ভূমণ্ডলের মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ ” ত:হার পর উনিই বলিতেছেন, “বাহিরের অংশ ধরিলে, এই মন্দিরটা ভারতীয় স্থাপত্যের একটি উৎকৃষ্ট নিদর্শন । তবে উচ্চ ভারতে এমন অনেক মন্দির আছে যtহীদের অভ্যন্তরের সুগন্নকার্য হন্দরতর বটে ("* কিন্তু, এত প্রশংসা ও, কণারককে বাচtষ্টয়া রাখিতে পারিল উৎকলরাজ শ্রীর সেই কৈবল্য-সোপান ধ্যানপুতঃ পরিকল্পনা, আর আজিকার এই স্মৃতির মশানে গৌরবের অন্তিম দীর্ঘশ্বাস ! হা মানুষী শক্তি ! ক্ষুদ্র তুমি ! স্বাদশবর্ষের রাজস্বে যাচ नीं । কত তুমি শিল্পে ভক্তিমন্ত্র । ፳ዓ নীলকমলনিলীম আকাশের গায়ে কবির স্বপ্নের মত গড়িয়া তুলিলে, আজ কোথায় সেই স্বপ্ন, সেই শৈল-মুদ্রিত শিল্পকাব্য, সেই অসীমের সাস্ত-বিকাশ আজ দেবধানীর সেই গৈরিক অঙ্গচ্ছদ কম স্তব-গাহকগণের শিব-সুন্দরের অন স্তু-গাথা ও নিৰ্ব্বাণ-কীৰ্ত্তনের অর্ক-মন্দিরের নিখিল গরিমাও, নিৰ্ব্বাণ-মার্গে নিঃশেষে আত্মসমর্পণ করিয়াছে । গৌরবের মরণ এমনি করিয়া হয় । কেহ দেখে না, কেহ শোনে না, কেহ যত্ন লয় না, ধীরে ধীরে অতি ধীরে, বেলাস্তের তামসী যবনিকায় গোধূলির হিরণ্যদীপ্তি প্রতিম কোথায় মিলাইয়া যায় ! যেন, চিকুরের একটা চমক ! স্কুলের একটু সুরভি ! মায়ার একটা ক্ষণিক লীলারঙ্গস্ত ! শ্ৰীহেমেন্দ্রকুমার রায় । সচিত শিপে ভক্তিমন্ত্র । নারিকেল ফলাম্বুবৎ শিল্পলক্ষ্মী কি উপায়ে কখন যে আমাদের পূর্ণতা দান করিবেন তাহা জানিবার উপায় নাই ; তবে এটা জানি যে সেই পূর্ণতা লাভের জন্ত সরস ভূমিকে দৃঢ় আলিঙ্গনে বন্ধ করিয়া, বাহির হইতে যে ঝড় গাসে তাহ হইতে সাবধান থাকিয়া এবং যে স্ববুষ্ট স্বৰ্য্যালোক ও মুবাতাস আসে তাহা হইতে নিজেকে বঞ্চিত না করিয়া গাছটার মত আমাদের ও বাচিয়া থাকিতে হইবে । ‘গঙ্গভূক্ত কপিথুবং’ শিল্পলক্ষ্মী আমাদের জীবনকে শুষ্ঠ করিয়া চলিয়া যাইবেন সেই দিন, ঘে দিন শিল্পবিষয়ে রক্ষণশীলতা আমরা হারাইব । বিংশ শতাব্দির শিক্ষাগৰ্ব্বে উন্মত্ত হইয়া পিতৃপুরুষের অমৃত কুম্ভে সবুট পদাঘাত করিয়া গ্ৰীক মদ্যভাণ্ডটার দিকে যে মুহুর্তে হাত বাড়াইব সে মুহুর্তে মানবসমাজের পাগলাগারদে আমাদের স্থান দিতে কেহই ইতস্তত কহিবে না । শিল্পবিষয়ে এই পাগলামির লক্ষণ প্রায় অৰ্দ্ধ শতাব্দী ধরিয়া আমাদের ভিতরে উত্তরোত্তর বৃদ্ধি পাইতে পাইতে এমন সঙ্কটাপন্ন অবস্থায় আমাদের উপনীত করিয়াছে যে ভারত শিল্পট কি

  • Picturesque Illustrations of Ancient Architecture in Hindusthan. pp. 27.

R