পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । সুচরিত্র। ') ) సె থাকে। জ্ঞান ও উপলব্ধির প্রধান যন্ত্র ভাবে বিকলিত হয়। তাই তাহার শরীর মস্তিষ্ক। সেই আশ্চর্য্য যন্ত্রট কোষ ও তন্তু মনের উপর এত শক্তি। তাই তাহার উদ্বেদ্বারা গঠিত। কোষ গুলিতেই শক্তি উদ্ভূত লিত হইয়া বাহ জগতে চিত্রকলার সৌন্দৰ্য্য হয়—সেই গুলিই জ্ঞান ও কৰ্ম্ম করিবার শক্তির কেন্দ্র। সেই কেন্দ্র হইতে তন্তু বহিয়৷ সেই শক্তি গুলি বিভিন্ন স্থানে যাইয়। তথায় শক্তি সঞ্চার করে । তাই বহি জগতের প্রতিঘাত শরীরের সেই তন্তু পথে মস্তিষ্কে নী ত হইয়া বাহ বস্তুর জ্ঞান উদ্ভব করে, ও ইচ্ছ শক্তি সেইরূপ তন্তু পথে নাবিয়া আসিয়া মাংসপেশীকে চালনা করিয়া কাজ করায় । সৌন্দর্য্য জ্ঞান সম্বন্ধেও উক্তরূপ কোষ ও তত্ত্ব আছে । নানা স্থান হইতে নন তন্তু একদিকে একত্র হইয়া সেই কেন্দ্রে সৌন্দৰ্য্য জ্ঞানের বিকাশ করে। প্রতি তস্ক পথে আনীত এই সৌন্দর্য্য উপলব্ধি একত্র হইয়। আর ও স্পষ্ট স্বাক্ট করিবার এত সনাতন প্রয়াস । এইরূপেই সকল কলাবিদ্যার উদ্ভব হইয়াছে। অস্করের উচ্ছাসেই বিশ্বজগত এত ভাবে প্লাবিত। সে উচ্ছ,সি অধিকাংশই মস্তকের পশ্চাদিকের কেন্দ্র হইতে নিঃসরিত হয় । গ্রীষ্ম প্রধান দেশের লোকের এই স্থানই বেণী পরিপুষ্ট, তাই তাহারা অতীতের স্মৃতি ও ভাবেtছ{স লইয়া এত বিভোর । মস্তিষ্কের সন্মুখস্থ কেন্দ্রের কাজ নূতন কাৰ্য্য নূতন আলোচনা, নুতন পথে গমন। সে স্থানের পরিপুষ্টতে মানুষকে নূতন পথে অগ্রসর করায় । শীত প্রধান দেশের লোকের স্বভাবত এই কেন্দ্রই প্রবল । শ্ৰীইন্দুমাধব মল্লিক। সুচরিত্র। তখন সবেমাত্র প্রোবেসনারি ডিম্বত্ব ভেদ করিয়, সদ্য ডেপুটি ফুটিয়া, বাগানায় বদলি श् छेप्रांछ् ि। সেদিন কাছারি হইতে ফিরিতেই রীতিমত বৃষ্টি আরম্ভ হইল। আলো জালাইয়া, ইজিচেয়ারে, পড়িয়া উপন্যাসের মধ্যে মগ্ন হইবার চেষ্টা দেখিতেছিলাম। কিছু ভাল লাগিতেছিল না । একে, আজন্ম কলিকাতায় বাস, তায় এই সঙ্গীহীন বিজন পল্লী, আবার তার উপর ঘনীভূত বর্ধ। । ‘প্রত্যালয়ে নভসি', ८मधपूरङद्र शरभग्न भड, श्राभाझ क्लेिख थिब्रांब्र Y 鶯 জন্ত বেশী করিয়াই চঞ্চল হইয়া উঠিতেছিল। তখন আমার সলেমাত্র বিবাহ হইয়াছে। বিবাহিত জীবনে, এই প্রথম বর্ষ। রবিবাবুর কাব্যরসগ্রাহী আমার মনের অবস্থা, সুতরাং সহজেই অনুমেয়। - সহসা বাহিরে একটা কোলাহল শুনিয়া উঠিয়া আসিলাম। দেখি, আমার চাপরাসিপুঙ্গব, উপস্থিত কার্য হাতে না থাকায় এক বুদ্ধ ভিখারিণীর সহিত গোলমাল বাধাইয়া দিয়াছে। বৃদ্ধাটি খঞ্জ ! তাঁর অপরাধ, সে এই বৃষ্টিতে, ভিল-কাপড়ে, এক পা-কাদ শুদ্ধ