পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা। ভয়, যে সত্যের জঙ্ক তিনি আপনার দেহু মন বিসর্জন করিলেন, সেই কষ্টলন্ধ সত্যের বৃত্তাপ্ত লিখিবার পুর্বেই উtহার পাছে মৃত্যু হয়। মিষ্টার ক্লারেন্স ড্যালি— আমেরিকার প্রসিদ্ধ বিজ্ঞানবিং এডিসন সাহেবের পরীক্ষা মন্দিরের প্রধান সহকারী ছিলেন । সালে তিনি কয়েক সপ্তাহ 'এক্স, রে’ লইয়া নান প্রকার পরীক্ষা করেন । ফলে তাহার হাত দুইটাও ফোস্কায় পরিপূর্ণ হইয় ফুলিয়া উঠিল এবং মুখের ও মস্তকের সমস্ত কেশ খসিয়া পড়িল । 》br為? প্রথমে যন্ত্রণ। আসিয়া দেখা দেয় নাই, হাত দুইটি অস!ড় হইয়াছিল মাত্র । দুই বৎসর পরে বাম হস্তে ঘ] দেখা দিল। ক্রমে সেই ভীষণ রোগ দক্ষিণ হস্তটিকেও অtফ্ৰমণ করিল। প্রতিকারার্থে যথাসাধ্য চেষ্টা করা হইল। পদযুগ হইতে প্রায় দেড় শত চৰ্ম্ম তুলিয়া হস্তে লাগান হইল। কিন্তু কিছুতেই কিছু হইল না । রোগ দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। কিছু দিন পরেই বামহস্তটি কাটিয়া দিতে হইল এবং অবাব কিছুদিন পরে দক্ষিণ হস্তের চারিটি আঙ্গুল কাটিয় দেওয়া হইল। অবশেষে দক্ষিণ হস্তটিও হারাইবার পর দুইটি কৃত্রিম হস্ত বসাইয়া দেওয়া হইল । ইহাতেও কিন্তু রোগের উপশম হইল না। সাত বৎসর মৃত্যু যন্ত্রণ সহ করিয়৷ অবশেষে ইনি ইহলীলা সম্বর করিলেন। ফরাসী ডাক্তার এন্‌ রাভিগেও এক্স, রে পরীক্ষণ করিতে যাইয়া দুই বৎসর উক্ত রোগে কষ্ট পাইৰ ১৯ • ৩ সালে ইহলোক ত্যাগ মৃত্যুকালে তিনি বলিয়। যান “মানব দেহের উপর তাড়িতের ক্রিয়া সম্বন্ধে প্রমাণ সংগ্ৰহ করিবার জন্য যে আমি এ জীবনে অবসর লাভ করিয়াছিলাম, এইজগু ঈশ্বরের নিকট আমি কৃতজ ।” "এক্স রে’ পরীক্ষা করিতে যাইয়া আরও অনেক বৈজ্ঞানিক বীর এইরূপে আত্মবিসর্জন করিয়াছেন । বিজ্ঞানের উন্নতির সহিত ভবিষ্যতে এরূপ রোগের আক্রभ१ इईएउ उत्ररु]ङ्छि श्रृद्देिदाङ्ग ७vोम्न प्लेख्नबिङ ङ्७म्नो আশ্চৰ্য্য নহে। কিন্তু তৎপূৰ্ব্বে যে সকল মহাত্মা করেন । চয়ন—আত্মোৎসর্গ। సిరి छौtरङ्ग छैशृकां८ब्रङ्ग छछ ७ईझणं श्रकtउtब्र बशांल्लिंड আত্মদান করিয়াছেন ও করিতেছেন তাহাঁদের পবিত্র স্মৃতি অনন্তকাল ধরিয়া স্বার্থন্ধি মানবের ইতিহাসকে উজ্জ্বল ও গৌরবান্বিত করিয়া রাখিবে সন্দেহ নাই । এই ত’ গেল বিজ্ঞানসাধকের কাহিণী। কিন্তু অৰ্ত্তের দুঃখ নিবারণ, পীড়িভের পরিত্রণ জীবনের ব্ৰত করিয়া আমাদের চতুর্দিকে যে সকল চিকিৎসা ব্যবসায়ী প্রফুল্লচিত্তে আত্মদান করিতেছেন, তাহদের সংখ্য অঙ্গুলিগণ্য নহে। মৃতদেহ পরীক্ষার সময়ে অস্ত্রের সামান্ত আঘাত হইতে রক্ত বিষাক্ত হইয়। প্রাণ বিয়োগ হওয়ার বৃত্তান্ত আমরা প্রায়ই শুনিয়া থাকি। অনেক সময়ে যখন অন্য জীবের উপয় পরীক্ষার দ্বারা বিষয় বিশেষের অভিজ্ঞতা লাভ অসম্ভব হয়, তখন চিকিৎসকগণ অকুষ্ঠিতচিত্তে আত্মদেহের উপর পরীক্ষা কfরতেও লেশমাত্র ভীত হল না। র্তাহাদের মহত্ব সাধারণের নিকট দুঃসাহস বা বাতুলত। বলিয়াই প্রতিভাত হয়। বায়ুর সহিত কি পরিমাণে অঙ্গারাম বাষ্প মিশ্রিত থাকিলে মনুষ্যের প্রাণনাশক হয় এই তথ্যটি আবিষ্কার করিবার জন্য টিউক্লিন নগরের একজন f5ff RHș (Signor Teodors Seribande ) চতুর্দিক বদ্ধ একটি লৌহগৃহের মধ্যে বিভিন্ন পরিমাণে अशाब्रांझ श* विथिङ दाबू ब्राषिञ्च छिनवाब्र তাহার মধ্যে প্রবেশ করেন । তৃতীয় পরীক্ষার পর তিনি জ্ঞানহীন ও মৃতপ্রায় হইয় পড়িলেন। অবশেষে অনেক চিকিৎসার পর তাহার সংজ্ঞা পুনরায় ফিরিয়া আসিল । কিছুদিন পূৰ্ব্বে ইংলণ্ডের চিকিৎসা-সমিতিতে ডাজার হেড (Dr. Head ) অনুভূতি-স্বায়ু সম্বন্ধে এক নব তথ্য আবিস্কার করিয়া সেই সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করেন। লেখক বলেন যে তিনি উাহার স্বীয় হস্তের অনুভূতি-স্নায়ুগুলিকে বিচ্ছিন্ন করিয়া তাহার ফলাফল লক্ষ্য করিতে লাগিলেন । বিচ্ছিন্ন করিবামাত্র উtহার অনুভূতি শক্তি একেবারে লোপ পাইল । স্নায়ুগুলিকে সংযুক্ত করিয়া দিয়া তাহার ফলাফলও লক্ষ্য করিতে লাগিলেন। ফলে তিনি এই ठ६ा यांविश्झांब्र कब्रिग्नां८झ्न cरु बांनदफ़ाई छूहें (अंठौंद्र