পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী । ט8S כי আছে ! তাদের এ বিদায়ের বেদন ঘুচিয়াছে কি না, কে বলিয়া দিবে ? দীপ লইয়া দেখিতে লাগিলাম । দেয়ালের কোণে এ কি ! এ যে ফtসিকাঠের ছবি! কে আঁকিয়া রাখিয়াছে। রূঢ়, মুখ, বৰ্ব্বর, এমন করিয়া মৃত্যুকে আবাহন করিয়া লইয়াছে ! এই পৃথিবী, এই জীবন, তার কাছে কি এতই ভার বোধ হইয়াছিল। দুই খণ্ড কাঠ সোজা উঠিয়াছে, মাথায় আর একটা জ্যৈষ্ঠ, ১৩১৭ কাঠ লাগানে,মধ্যে দড়ি ঝুলিতেছে—একদৃষ্টে আমি তাহার দিকে চাহিয়াছিলাম ! মাথা ঘুরিতে লাগিল। হাত হইতে দীপ পড়িয় গেল ! কক্ষ অন্ধকারে পূর্ণ হইল। কি সে, গাঢ়, তীব্র, অন্ধকার, ছুচের মত যেন গtয় বিধিতেছিল। অবসন্নভাবে আমি মেঝের উপর বসিয়া পড়িলাম। ( ক্রমশঃ ) শ্ৰীসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় । গ্রীষ্ম-মধ্যান্ত্রে। ( লেকঁৎ-দে-লিল হইতে ) মধ্যাহ্ল ; গ্রীষ্মের রাজা, মহোচ্চ সে নীলাকাশে বসি’ নিক্ষেপিল রৌপ্যজাল, বিস্তৃত বিশাল পৃথ্বী পরে ; মেীন বিশ্ব, দহে বায়ু তুষানলে নিশ্বসি' নিশ্বসি' ; জড়ায়ে অনল-শাড়ী বসুন্ধর মুরছিয়া পড়ে। ধু ধু করে সারা দেশ, প্রাস্তরে ছায়ার নাহি লেশ, লুপ্তধারা গ্রামনদী, বৎস গাভী পানীয় না পায় ; মুদুর কাননভূমি ( দেখা যায় যার প্রান্তদেশ ) স্পন্দন-বিহীন আজি, অভিভূত প্রভূত তন্ত্রায় । গোধূমে সর্ষপে মিলি ক্ষেত্রে রচে সুবর্ণ সাগর, সুপ্তিরে করিয়া হেলা বিলসিছে বিস্তারিছে তারা ; নিৰ্ভয়ে করিছে পান তপনের অবিশ্রাস্ত কর, মাতৃক্রোড়ে শাস্ত শিশু পিয়ে যথা পীযুষের ধারা। দীর্ঘনিশ্বাসের মত, সন্তাপিত মৰ্ম্মতল হতে, মৰ্ম্মর উঠিছে কভু আপুষ্ট শস্তের শীষে শীষে ; মন্থর, মহিমাময় মহোচ্ছ,সি জাগিয়া জগতে, যেন গো মরিয়া যায় ধূলিময় দিগস্তের শেষে । অদূরে তরুর ছায়ে গুয়ে শুয়ে শুভ্ৰ গাভী গুলি লোল গল কলেরে রহি রহি’ করিছে লেহন,