পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা। কল্প্যবেশ সন্মিলন । oo:: যাত্রার পূৰ্ব্বে বঙ্গরমণীগণের আনন্দবিধান উদ্বেতে কেবলু মহিলাদিগকেই এই নিমন্ত্রণে আহবান করিয়াছিলেন। লেডি মিণ্টে। লেডি বেকার হইতে সন্ত্রাস্ত গৃহস্থ রমণী পৰ্য্যন্ত এখানে সমবেত হইয়াছিলেন। ইংরাজ রমণীর অনেকেই ষোড়শ শতাব্দীর ফরাগী মহিলা, কেহ বা বঙ্গরমণী, জিপসিরমণী জাপানরমণী, চীনরমণী, তুর্করমণী, ইজিপ্টরমণী, কেহ ইংলণ্ডের গ্র্যাজুয়েট ললনা ; কেহ প্যানজি ফুল,-এইরূপ কতজনে কত রকম বেশ ধরিয়াছিলেন । নিমন্ত্রণকত্রী লেডি জেস্কিন্স স্বয়ং বারাণসী শাড়ী ও মণিমুক্ত। অলঙ্কারে বিভূষিত হইয়া সাজিয়াছিলেন বঙ্গদেশের একজন মহারাণী । এ সাজে তাহাকে কিরূপ মুনীর দেখাইতেছিল তাহ চিত্র হইতেই সকলে বুঝিতে পরিবেন । আমার বিশ্বাস ছিল— বাঙ্গাণী মেয়েদের যেমন ইংরাজি পোষাকে মানায় না, ইংরাজ মেয়েদিগকে ও বুঝি তেমনি শাড়ীতে বেমানান দেথায় । কিন্তু পরীক্ষায় দেখা গেল,—আমাদিগকে ইংরাজি পোষাকে মানায় ন ইছাই ঠিক । বাঙ্গালী মেয়েও অনেকে কল্পিত সাজে গিয়াছিলেন। তাছাদের সাজ যে ইংরাজ মেয়েদের তুলনায় কম শোভন হুইয়াছিল —তাহী নহে। ইহাদের কেহ পারসৗরমণী, কেহ মহারাষ্ট্রী ললনা কেহ বা ইজিপ্টৰাল কেহ বা সন্ন্যাসিনী, কেহ ভিখারিণী । একজন সাজিয়াছিলেন, রবিবৰ্ম্মার চিত্র কল্পিত গদাদেবী ; একজন ফত্তেম; একজন তুর্ক *tष११tशैौ । श्ानि जखि ५६न शूनिव । ইইইছিল যে আমার মনে হয় প্রাইজ থাকিলে * टिनजप्नब्र मरथाहे ८कइ श्राहेरउन । লেডি জেঙ্কিন্স