পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や29 কাল কেশে উজ্জ্বল মুখ । কাল কোকিলের বচন মধুর।” কামিনীর প্রথম বর্ণপরিচয় মাতার নিকটে হয়। শিশুর জন্মের পূৰ্ব্বেই নিজের যত্বে তিনি একটু লিখিতে ও পড়িতে শিখিয়াছিলেন। বাড়ীর প্রবীণদের ভয়ে उँ|शरक बूो३झा ८तथा°फू कप्उि इ३उ। ब्लकन গৃহের যেস্থানটি হেঁসেল বা ইড়িশাল বলিয়া পরিচিত তাহা কঁাচ ষাটার দেয়ালে ঘের ছিল । তাঁহারি গায়ে কাঠ শলাকা দিয়া তিনি অক্ষর লিখিতে অভ্যাস কfরতেন ও প্রত্যহ রন্ধনশেষে গেমপ্লমিশ্রিত মৃত্তিকার লেপ দিয়া সব ঢাকিয়ী দিতেন । তখন বাসন্তাগ্রামের লোকের এইরূপ ধারণ ছিল যে, স্ত্রীলোকদিগকে লেখাপড় শিখাইলে দুর্নীতির পথ উন্মুক্ত হইবে, স্ত্রীলোকের সকলের সহিত গোপনে পত্রালাপ কfরবে। সুতরাং মধ্যবিত্ত পরিব রে লেখাপড়ার চর্চাকে কেহ প্রশ্ৰয় দিত না। ধনাঢ্যগণের গৃহে দশটা সোঁপান কাৰ্য্যের মধ্যে লেখাপড়া শেখাটাও একটা বলিয়া, কোনো কোনে মহিলা আত্মীয়গণের নিকট লেখাপড়া শিখিতেন ; কে হব। হালিকা বয়সে সহোদরগণের সহিত গৃহে গুরুমহাশয়ের নিকট লেখা অভ্যাস করি তেন। বাসন্তাগ্রামে এই শ্রেণীর কোন কোন মহিলার সুন্দর হস্তাক্ষর আদর্শস্থানীয় ছিল । কামিনীর জন্মের পূর্বে উহার মাইদেবীর সন্তান দস্তাবনার সংবাদ পাইয়া পিত। স্ত্রীকে একখানি চিঠি লিখিয়াছিলেন তাহাতে সস্তানের প্রতি মাতার কৰ্ত্তব্য, মাতৃত্বের গুরুত্ৰ ইত্যাদি বিষয়ে কিছু উপদেশ ছিল । পুত্রখানি ডাকঘর হইতে বাটতে না আসিয়া গ্রামের কোন এক বিশিষ্ট ব্যক্তির বাড়ীতে গেল, তাহারা চিঠিখালি খুলিয়া পড়িয়৷ কামিনীর পিতামহের নিকট পাঠাইয়া দিলেন । পুত্র বধূকে পত্র লিখিয়াছে দেখিয়া তিনি লজ্জায় ম্ৰিয়মাণ হইলেন, পত্র লইয়। তাহার বৈবাহিকের নিকট গেলেন । তিনিও জামাতার কার্য্যে বড় অপ্রতিভ হইলেন । চিঠিখালি লইয়া বাড়ীতে খুব একটা হুলুস্কুল ব্যাপার পড়িয়া গিয়াছিল। কামিনীর চারিবৎসর বয়সে লেখাপড় আরম্ভ হয় । মাতার নিকটেই তিনি বর্ণপরিচয় প্রথমভাগ ও ভারতী । জ্যৈষ্ঠ, ১৩১৭ শিশুশিক্ষা দ্বিতীয়ভাগ শেষ করেন। দেড় বৎসর ধরিয়। শিশুশিক্ষাখনি ক্রমাগত পড়িতে পড়িতে বইখানি আদ্যোপাস্ত র্তাহার মুখস্থ হইয়া গিয়াছিল। মাতা যখন রন্ধনশালে রাধিতেন বা শ্বশুরের পরিচর্য্যায় ব্যস্ত থাকিতেন, কামিনী তখন মাটার দোয়াতে স্বগৃহে ও স্বহস্তে নিৰ্ম্মিত এক দোয়াত কালী ও একতাড়। তালপাত ও একটা থাকের কলম লইয়া লিখতে বসিতেন। লেখাপড়া শেষ হইলে তালপাতাগুলি গুছাইঃ একটা বন্ধনীর মধ্যে ভরিয়া তদুপরি কলম রাখিয় ও ৰ লমের উপর ললাট রাখিয়া নিম্নলিপিত কবিতা আবৃত্তি করিতেন। “লাগ লাগ, সরস্বতী মোর কণ্ঠে লাগ যাবজ্জীবন তাবৎ থাকৃ 可闯恼巴忆列了@邵召可州 দিনে ক্লিনে বিদ্য৷ বাড়িতে যাক ।” "ত্বং ত্বং সরস্বতী নিৰ্ম্মল বরণে রত্ব বিভূমিত কুণ্ডল করণে উজ্জ্বল মুকু গ গজমতিহারে দেবী সরস্বতী বল্প দেও আমারে বীণাপুস্তক রঞ্জিত হস্তে ভগবfত ভারতি দেখি নমস্তে ।* স্কুলে আদিবার কিছুদিন পরেই অপার প্রাইমারী পরীক্ষা দিয়। তিনি প্রথম বিভাগের প্রথম স্থান পাইলেন । পিত। তাহাকে গণিত এমন সুন্দর শিখাইয়াছিলেন যে, ক্লাসে সে সময়ে কেহই গণিতে তাহার সমকক্ষ ছিল না । তাহদের গণিতের শিক্ষক বাবু শ্যামাচরণ বন্ধ তাহাকে গণিতের পারদর্শিতার জন্য লীলাবতী আখ্যা দিয়াছিলেন । ১৪ বৎসর বয়সে মাইনর পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন । এই সময় কামিনীর পিতা জলপাইগুড়ির মুসেফ । পিও চিরকালই অধ্যয়নশীল ছিrেন । এই কয়ে ক বৎসরের মধ্যে তিনি নানা বিষয়ক গ্রস্থরাশি সংগ্ৰহ কfরয়াছিলেন। দর্শনশাস্ত্রে তাহার বিশেষ রুচি থাকাতে এই সম্বন্ধীয় অনেক পুস্তক উtহার পুস্তকাগারে ছিল । মাইনর পরীক্ষা দিয়া বাড়িতে আসিয়া কামিনী সমস্ত সময়ই এই পুস্তকাগারে কাটাইতেন ।