পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । হয়। একুশ বৎসর পর্য্যস্ত তিনি ইংলণ্ডের নানা বিদ্যালয়ে থাকিয়৷ তদানীন্তন প্রসিদ্ধ পণ্ডিতগণের নিকট শিক্ষালাভ করেন । ১৮৫৯ খৃষ্টাব্দে তিনি ব্যারন রেনফ্রিউ (Baron Renfrew) নামে ছদ্মবেশে স্পেন, পর্তুগাল ও ইতালীতে ভ্রমণ করিয়া আসেন । খৃষ্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া তাহাকে ه واعيا نة সমাট সপ্তম এডুওয়ার্ড। ళ్కీసి আমেরিকার কানাড়া রাজ্য পরিদর্শন করিতে প্রেরণ করেন । তথায় তাহার সদগুণমহিমায় তিনি প্রজামণ্ডলীর এতই প্রিয় হইয়া উঠিয়া ছিলেন যে যেখানে পদার্পণ করিতেন সেইখানেই লক্ষ লক্ষ লোক সমবেত হইয় তাহার দর্শনলাভের জন্য সংগ্রহে অপেক্ষা করিয়া থাকি ত। ১৮৬৩ খৃষ্টাব্দে ডেনমার্কের রাজ কুমারী আলেকজান্ধীর সহিত তাহার বিবাহ হয়। ১৮৬১ খৃষ্টাব্দে তাছার পিতৃবিয়োগ হয়। সেই অবধি পতিব্র তা ভিক্টোরিয়া সাধারণ রঞ্জিকাৰ্য্য হইতে অবসর গ্রহণ করেন ; স্বতরাং সেইদিন হইতে যুবরাজ এণ্ডত ওয়ার্ড সৰ্ব্ব প্রকার সাধারণ ও সামাজিক

  • >

রাজকাৰ্য্য পরিচালনা করিতে বাধ্য হন। এই সকল গুরুভার কার্য তিনি এরূপ একাগ্রাঙ্গ, সদাশয়তা ও বিচক্ষণতার সহিত সম্পন্ন করিতেন যে সেই অল্পবয়স হইতেই তিনি কেবল যে ইংলণ্ডবাসীরই প্রিয় হইয়াছিলেন তাহা নহে, সমগ্র সভ্যজগতই