পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ বালকবালিকা দিগের সহিত সাক্ষাতের অভিলাষ প্রকাশ করেন। সম্রাটের সরলমূৰ্ত্তি দেখিবামাত্র রাজাস্তঃপুরের বালক বালিকাগণ র্তাহার চতুর্দিকে তাসিয়া সমবেত হইল । রাজা তাহাদিগের জন্ত নানা প্রকার ক্রীড়াপুত্তলি লইয়া গিয়াছিলেন । সেইগুলি পাইয়া তাহারা অল্পক্ষণ মধ্যেই তাহার সহিত সখ্য স্থাপন করিয়া ফেলিল । তাহীদের সহিত আলাপ কালে সম্রাট দেখিলেন যে তাহাদিগের ধাত্রী একজন আইরিষ স্ত্রীলোক । ইংলণ্ডে প্রত্যাগমন করিয়া তিনি সেই ধাত্রীকে তাহার স্বহস্ত লিখিত এক পত্রের সহিত মেইনিদর্শন স্বরূপ এক পুরস্কার প্রেরণ করেন । রাজ্যের সকল কৰ্ম্মে তিনি মনোযোগ ও অনুরাগ প্রকাশ করিতেন । সঙ্গ স্ৰবার কৃতকৰ্ম্ম পুনঃসম্পাদনে ও তিনি মুহূৰ্বের ভারতী । জ্যৈষ্ঠ, ১৩১৭ জন্তও বিরাগ বা বিরক্তি প্রকাশ করিতেন না । পৌত্র পৌত্রীগণকে লইয়া অবকাশ পাইলেই নানা প্রকার ক্রীড়া করিতেন এবং তাহাদিগের স্বশিক্ষার প্রতি সৰ্ব্বদা সুতীক্ষ দৃষ্ট রাখিতেন। দরিদ্রালয়, অনাথাশ্রম ও হাসপাতাল পরিদর্শন করিতে তিনি অস্তিরিক আনন্দবোধ করিতেন । সিংহাসনে আরোহণ করিয়া অবধি তিনি ইয়ুরোপে বিভিন্নজাতিগণের মধ্যে শাস্তিস্থাপনের জন্ত সৰ্ব্বদাই যত্নবান ছিলেন । তাহার অমায়িক সরল ব্যবহারে এবং বিচক্ষণ রাজনৈতিক বুদ্ধিতে ইয়ুরোপের সকল রাজশক্তিই তাহার সহিত বন্ধু হাস্থত্রে বন্ধ হইয়াছিলেন । ইংলণ্ডের গৃহবিবাদের এই সঙ্কটকালে র্তাহার স্তায় বিজ্ঞ বিচক্ষণ রাজার অ ভাবে বিশেষ ক্ষতি হুইবারই সম্ভাবনা ! শ্ৰীচরণ কমলেষু— আপনি আমাদের বিষয় কিছু জানিতে 5ाश्ब्रिां८छ्न, उtझे टिथि८डछ् ि। কালিফোর্ণিয়া, ষ্ট্যানফোর্ড, ওয়াসিংটন, অর্গণ বিশ্ববিদ্যালয় ও অর্গণ ও ওয়াশিংটনের ষ্টেট কলেজ এই সকল স্থানেই ভারতছাত্র আছে । কিন্তু কালিফোর্ণিয়া ও ষ্টানফোর্ড বিশ্ববিদ্যালয়েই তাহদের সংখ্যা সব চেয়ে বেশি। কারণ সেখানে আমাদের অনেক সুবিধা আছে, এবং আমেরিকার মধ্যে এই দুইটাই খুব ভাল বিদ্যালয় বলিয়া খ্যাত। কালিফোর্ণিয়াতে আমাদের দেশের আত্মনির্ভরপ্রিয় ছাত্রদের পক্ষে বিশেষ সুবিধা আমেরিকা প্রবাসীর পত্র । এই, সেখানে ছাত্রোপযোগী মানারকম কাজ পাওয়া যায়। কিন্তু এই সুবিধা ক্রমেই কমিয়া আসিতেছে ; কারণ প্রাচ্যঞ্জাতির প্রতি এদেশের ঘৃণা দিন দিনই বাড়িতেছে, সেজন্ত অনেক স্থলে আমাদের ছাত্রের কাজ ত পায়ই না বরং অপমানিত হইয়া আসে । এখানে আমাদের প্রতি ঘৃণা এত অধিক যে অনেক সময় আমাদের থাকিবার জন্ত বাড়ি ভাড়া পাওয়া ও কঠিন হইয়া উঠে, অনেক সময় অনেকে নাপিতের দোকান হইতে অপমানিত ইষ্টয়া আসিয়াছে । এই কারণে কালিফোর্ণিয়াতে আমেরিকানদের সহিত আমাদের মিশিবার সুযোগ বড়ই কম :